জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের তুলনামূলক সাহিত্য ও সংস্কৃতি ইনস্টিটিউটের শিক্ষার্থীরা শ্রেণিকক্ষ সংকট ও স্থায়ী ভবনের দাবিতে অবস্থান কর্মসূচি শুরু করেছেন। আজ সোমবার বেলা সাড়ে ১১টার দিকে বিশ্ববিদ্যালয়ের নতুন প্রশাসনিক ভবনের সামনে এ কর্মসূচি শুরু করেন তারা। এতে ইনস্টিটিউটের অর্ধশতাধিক শিক্ষার্থী অংশ নেন।
শিক্ষার্থীরা অভিযোগ করেছেন, ইনস্টিটিউটটি প্রতিষ্ঠার আট বছর পরেও পর্যাপ্ত শ্রেণিকক্ষ, অফিস কক্ষ, সেমিনার কক্ষ এবং ফিল্ম ল্যাব নেই। ইনস্টিটিউটের সাতটি ব্যাচের প্রায় ২৬০ শিক্ষার্থীর জন্য বর্তমানে রয়েছে মাত্র দুটি শ্রেণিকক্ষ, যা ব্যবহারের জন্য অত্যন্ত অনুপযোগী। বারবার প্রশাসনকে তাগাদা দেওয়া হলেও কোনো ব্যবস্থা নেওয়া হয়নি।
তুলনামূলক সাহিত্য ও সংস্কৃতি ইনস্টিটিউটের তৃতীয় বর্ষের শিক্ষার্থী মোস্তাফিজুর রহমান বলেন, ‘আমাদের ইনস্টিটিউট দুটি শ্রেণিকক্ষে পরিচালিত হয়ে আসছে। এক ব্যাচের ক্লাস চললে অন্য ব্যাচের পরীক্ষাও পিছিয়ে যায়। বিশ্ববিদ্যালয় প্রশাসন এ সংকট নিয়ে কোনো উদ্যোগ নিচ্ছে না।’ তিনি আরও বলেন, ‘আমরা চাই, পরিত্যক্ত ফজিলাতুন্নেছা হলের জায়গায় আমাদের জন্য একটি স্থায়ী ভবন দেওয়া হোক।’
চতুর্থ বর্ষের শিক্ষার্থী সাহারা আক্তার বলেন, ‘পর্যাপ্ত শ্রেণিকক্ষ না থাকার কারণে আমাদের সেশনজট হচ্ছে। যখন এক ব্যাচের ক্লাস হয়, অন্য ব্যাচের শিক্ষার্থীরা আর ক্লাস করতে পারে না।’ তাই তারা দ্রুত একটি স্থায়ী ভবনে স্থানান্তরের দাবি জানান।
ইনস্টিটিউটের শিক্ষার্থীরা আরও দাবি করেছেন, তাদের জন্য কমপক্ষে চারটি শ্রেণিকক্ষ, দুটি ল্যাব (একটি থিয়েটার ও একটি ফিল্ম ল্যাব), একটি সেমিনার কক্ষ, লাইব্রেরি রুম, ২৬ জন শিক্ষক ও কর্মচারীর বসার স্থানসহ আট দফা দাবি রয়েছে। তারা জানান, যদি তাদের দাবি দ্রুত মেনে নেওয়া না হয়, তবে তারা আরো বড় ধরনের আন্দোলন করার পরিকল্পনা করছেন।
মন্তব্য করার জন্য লগইন করুন!