টিউশনি পড়াতে গিয়ে পড়ানো শেষে চায়ের দোকানে বসে ববি শিক্ষার্থীর সিগারেট খাওয়া কে কেন্দ্র করে স্থানীয় বখাটেরা চড় মারা থেকেই ঘটনার সূত্রপাত।ঘটনাস্থলে ভিক্টিমের বন্ধুরা গেলে তাদের আটকে রেখে হামলা করা হয়। এই ঘটনায় আহত হয়েছেন ৩জন শিক্ষার্থী। আহত তিনজনই আইন বিভাগের শিক্ষার্থী। আহতরা হলেন আইন বিভাগের ২১-২২ সেশনের রাকিব,২২-২৩ সেশনের জুবায়ের হোসেন এবং সালেমীর হোসেন।আহত শিক্ষার্থীদের পরবর্তীতে উদ্ধার করে শেরে বাংলা মেডিকেলে পাঠানো হয়েছে।উক্ত ঘটনায় আহত শিক্ষার্থী বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের শাহরিয়ার সান বলেন,"আমরা বন্ধুকে মেরেছে এলাকার বখাটেরা শুনে গিয়েছিলাম,সেখানে আমরা কথা বলতে গেলে আমাদের বেধে রেখে বেধরক পেটানো হয়। পরবর্তীতে আমাদের একজনকে আটক করে রেখে মোবাইল ফোন ও মানিব্যাগ নিয়ে যাওয়া হয়।যা এখনো ওরা ফেরত দেয়নি"
এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড. মো: আব্দুল কাইউম বলেন"আমি শুনেই আহত শিক্ষার্থীদের দেখতে মেডিকেলে ছুটে গিয়েছি এবং বিশ্ববিদ্যালয়ের ফান্ড থেকে তাদের চিকিৎসার ব্যাবস্থা করা হবে" তিনি আরো জানান "এ বিষয়ে বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে স্থানীয়দের সাথে আলোচনা করে পদক্ষেপ নেয়া হবে যাতে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের সাথে এমন অনাকাঙ্ক্ষিত ঘটনা আর না ঘটে"। ##
মাহীর শাহরিয়ার, ববি প্রতিনিধি
০১৯১৬৯১৩২১৩
মন্তব্য করার জন্য লগইন করুন!