ফরিদগঞ্জে ডিবিসি নিউজ চ্যানেলের দিন ব্যাপী কর্মসূচির আওতায় হিসাবে আগামী নির্বাচনে বিভিন্ন প্রার্থীদের নিয়ে ইলেকশন এক্সপেস লাইভ নিউজ সম্পচার করেন।
২ অক্টোবর সোমবার বিকালে পৌরসভায় আয়োজিত অনুষ্ঠানে আগামীতে নৌকা প্রতিকে প্রার্থী হিসাবে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী মহিলা লীগের সভাপতি এ্যাড. নাজমুর নাহার অনি। তিনি বলেন, আওয়ামীলীগের সরকার বিগত ১৫ বছর ক্ষমতায় থেকে দেশের অনেক উন্নয়ন করেছে। তার অংশ হিসাবে ফরিদগঞ্জে উন্নয়ন হয়েছে। আমাকে যদি দল আগামী নির্বাচনে নৌকা প্রতিক দেয় তাহলে এই ফরিদগঞ্জ কে একটি ডিজিটাল ফরিদগঞ্জ হিসাবে রুপান্তর করবো।
আমার বাবা একজন যুদ্ধাহত মুক্তিযোদ্ধা এবং পৌর মেয়র তিনি মেয়র হওয়ার পরে খ শ্রেনী থেকে ক শ্রেনীতে রুপান্তর করেছে। আমিও যদি এমপি হই তাহলে এই ফরিদগঞ্জের মানুষকে সুখে দুঃখে পাশে থাকবো। এসময় উপস্থিত ছিলেন, যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা পৌর মেয়র আবুল খায়ের পাটোয়ারী, উপজেলা আওয়ামীলীগের সদস্য এ্যাড. মোহাম্মদ আলি, প্যানেল মেয়র পরান হোসেন, কাউন্সিল মোহাম্মদ হোসেনসহ আওয়ামী লীগ, যুবলীগ, মহিলা আওয়ামী লীগ, সেচ্ছাসেবক লীগ, কৃষকলীগ, শ্রমীক লীগ প্রমূখ।
মন্তব্য করার জন্য লগইন করুন!