ঠাকুরগাঁও, জাতীয় দৈনিক "আমার সংবাদ" পত্রিকার ১২তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ উপজেলায় আনন্দময় অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। শুক্রবার (৬ জুন) বিকেলে পীরগঞ্জ প্রেস ক্লাব সভাকক্ষে কেক কেটে এই প্রতিষ্ঠাবার্ষিকী পালন করা হয়।
পীরগঞ্জ প্রেস ক্লাবের সভাপতি জয়নাল আবেদীন বাবুলের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন পীরগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোঃ জাহিদ হোসেন। বিশেষ অতিথি ছিলেন পীরগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ আব্দুল ওয়াহাব, পীরগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ শাহজাহান মিয়া, পীরগঞ্জ প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক নসরতে খোদা রানা, সিনিয়র সাংবাদিক বুলবুল আহমেদ ও মোকাদ্দেস হায়াত মিলন।
অনুষ্ঠানে দৈনিক "আমার সংবাদ" পত্রিকার উত্তরোত্তর সাফল্য কামনা করে বক্তব্য রাখেন অতিথিরা। তারা বলেন, সত্য ও নিরপেক্ষ সংবাদ পরিবেশনের মাধ্যমে দৈনিক "আমার সংবাদ" পত্রিকা জনগণের আস্থা অর্জন করেছে।
এছাড়াও অনুষ্ঠানে সাংস্কৃতিক অনুষ্ঠান ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। পীরগঞ্জ উপজেলা প্রতিনিধি আব্দুল আলিম দৈনিক "আমার সংবাদ" পত্রিকার পক্ষ থেকে ধন্যবাদ জ্ঞাপন করেন।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পীরগঞ্জ অনলাইন জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সভাপতি বাদল হোসেন, সাধারণ সম্পাদক আবু তারেক বাঁধন, যুগ্ম সম্পাদক ফাইদুল ইসলাম, সাংবাদিক ফারুক হোসেনসহ বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার গণমাধ্যমকর্মীরা।
মন্তব্য করার জন্য লগইন করুন!