সংবাদ প্রতিবেদন
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) ক্যাম্পাসে জাতীয় সংগীতের মর্যাদা রক্ষায় অনুষ্ঠিত হয়েছে ব্যতিক্রমী এক প্রতীকী প্রতিবাদ কর্মসূচি। রোববার (১২ মে) সন্ধ্যা ৭টায় বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনার প্রাঙ্গণে শতাধিক শিক্ষার্থী সমবেত কণ্ঠে পরিবেশন করেন জাতীয় সংগীত—প্রকাশ করেন তাঁদের ক্ষোভ ও জাতীয়তাবোধ।
এই কর্মসূচির মূল প্রেক্ষাপট তৈরি হয় শাহবাগে একটি রাজনৈতিক সমাবেশে জাতীয় সংগীত পরিবেশনে বাধা দেওয়ার অভিযোগ কেন্দ্র করে। ঘটনার ভিডিও সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়লে ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানান শিক্ষার্থীরা, যারই ধারাবাহিকতায় চবির সাধারণ শিক্ষার্থীরা এই সাংস্কৃতিক প্রতিবাদের আয়োজন করেন।
আয়োজক শিক্ষার্থী এফ.পি. বাবর বলেন,
“জাতীয় সংগীত আমাদের সার্বভৌমত্ব ও জাতীয় গৌরবের প্রতীক। এর মর্যাদায় আঘাত মানেই দেশের উপর আঘাত। আমরা কখনো আপোষ করব না।”
অন্য শিক্ষার্থী আজহারুল ইসলাম বিপ্লব বলেন,
“জাতীয় সংগীত আমাদের আত্মপরিচয়ের প্রতীক। এর অবমাননা আমাদের ইতিহাস ও সংস্কৃতির ওপর সরাসরি আঘাত।”
এই প্রতীকী প্রতিবাদে অংশ নেয় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ব্যান্ড সোসাইটি (CUBS)। সংগঠনটির পক্ষ থেকে জানানো হয়,
“সাংস্কৃতিক প্রতিবাদ শুধু শব্দে নয়, সুরেও শক্তিশালী বার্তা দেয়। জাতীয় সংগীতের অবমাননা মানে আমাদের অস্তিত্বকে অস্বীকার করা।”
শতাধিক শিক্ষার্থীর অংশগ্রহণে এই ব্যতিক্রমী আয়োজন প্রমাণ করে, জাতীয় চেতনা ও সাংস্কৃতিক গৌরব নিয়ে তরুণদের আবেগ এখনও জীবন্ত ও প্রবল।
মন্তব্য করার জন্য লগইন করুন!