যেখানে ৫ টাকায় আজ এক কাপ চা-ও মেলে না, সেখানে ফরাক্কাবাদে ৫০০ শিশুর মুখে ঈদের হাসি ফুটলো এই ৫ টাকার বিনিময়ে!
স্বপ্নতরু সামাজিক সংগঠনের মানবিক উদ্যোগে আজ সুবিধাবঞ্চিত শিশুরা পেয়েছে ঈদের নতুন পোশাক। তবে এটা কোনো দান নয়—শিশুদের সম্মান বজায় রেখে, তাদের হাতে জামা তুলে দেওয়া হয়েছে মাত্র ৫ টাকার বিনিময়ে। যেন তারা বুঝতে পারে, এই আনন্দ তাদের প্রাপ্য।
ফরাক্কাবাদ উচ্চ বিদ্যালয়ের মাঠে একদিকে ছিল শিশুদের উচ্ছ্বাস, অন্যদিকে ছিল স্বপ্নতরুর স্বেচ্ছাসেবকদের প্রাণপণ চেষ্টা—সবাই মিলে গড়ে তুললো এক মানবতার উৎসব।
কারও চোখে আনন্দের জল, কারও হাতে রঙিন জামা, কারও মুখে নিঃশব্দ এক হাসি—সব মিলিয়ে ঈদের আগাম আনন্দ ছড়িয়ে পড়লো পুরো মাঠ জুড়ে।
মানবতার সবচেয়ে সুন্দর ছবি ছিল আজ ফরাক্কাবাদে।
স্বপ্ন দেখুক তারা, এগিয়ে যাক ভালোবাসা।
মন্তব্য করার জন্য লগইন করুন!