স্টাফ রিপোর্টার:
চাঁদপুরের প্রাথমিক শিক্ষার্থীদের মেধা উন্নয়নের লক্ষ্যে
ফজলুল করিম বাসেত ফাউন্ডেশনের আয়োজনে মেধা বৃত্তি পরীক্ষা -২০২৪ এর সনদ, ক্রেস্ট ও সম্মানী বিতরণ করা হয়েছে।
২২শে ফেব্রুয়ারী শনিবার সকাল ১০ টায় চাঁদপুর শহরের আইডিয়েল স্কুলের মাঠে উৎসবমুখর পরিবেশে এ আয়োজন সম্পন্ন হয়। চাঁদপুর সদর উপজেলার থেকে মেধাবৃত্তি পরিক্ষায় অংশ নেয়া প্রায় ৭শ’ শিক্ষার্থী অংশগ্রহণ করেন। এর মধ্যে ২১০ জন শিক্ষার্থীকে মেধা তালিকায় তিন ক্যাটাগরিতে ক্রেস্ট সনদ ও সম্মানী শিক্ষার্থীদের হাতে হস্তান্তর করা হয়।
একই অনুষ্ঠানে মরহুম ফজলুল করিম বাসেত এবং মরহুম শেখ হারুনুর রশিদ স্মরণ সভা অনুষ্ঠিত হয়।
ফজলুল করিম বাসেত ফাউন্ডেশনের সভাপতি রবিউল হোসেন সভাপতিত্বে এবং পরিচালক , নব দিগন্ত কিন্ডারগার্টেন বাবুল চন্দ্র দে এর পরিচালনায় স্বাগত বক্তব্য রাখেন জনাব মোঃ আইয়ুব খান , সাধারণ সম্পাদক, ফজলুল করিম বাসেত ফাউন্ডেশন।
প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন চাঁদপুর অনলাইন প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা ও সাধারণ সম্পাদক আশিকুর রহমান খান , বিজয়ী নারী উন্নয়ন সংস্থা এর ফাউন্ডার তানিয়া ইশতিয়াক খান, মোঃ জাহাঙ্গীর আলম, প্রধান উপদেষ্টা, ফজলুল করিম বাসেত ফাউন্ডেশন , ফাহাদ বিন রশিদ, প্রভাষক, পুরান বাজার ডিগ্রি কলেজ।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন মোঃ রকিকুল হাসান , মোঃ আঃ আজিজুল ইসলাম , মোহাম্মদ আলী , মোঃ সুলতান আহমেদ, মোঃ মনির হোসেন, মোঃ শরিফুল ইসলাম,দীলিপ সাহা, ফারহানা আক্তার, তাছলিমা আক্তার প্রমুখ।
মন্তব্য করার জন্য লগইন করুন!