গাজীপুরে পুলিশের হয়রানির প্রতিবাদে ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন সিএনজিচালিত অটোরিকশার চালকেরা। দুই ঘণ্টা অবরোধের পর প্রশাসনের আশ্বাসে তাঁরা কর্মসূচি প্রত্যাহার করেন।
রোববার দুপুর পৌনে ১২টার দিকে গাজীপুর নগরের নাওজোর এলাকায় মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ শুরু করেন সিএনজিচালিত অটোরিকশার চালকেরা। এতে ব্যস্ততম ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। ফলে বিপাকে পড়েন যাত্রীরা এবং দুই পাশে দীর্ঘ যানজট সৃষ্টি হয়।
প্রথমে কয়েকজন চালক সড়কের পাশে দাঁড়িয়ে প্রতিবাদ জানালে পরে আরও অনেকে যোগ দেন। তাঁদের অভিযোগ, পুলিশ অযথা মামলা দিয়ে অর্থ আদায় করে। মামলা দিতে না পারলে চাঁদা দিতে বাধ্য করা হয়। গাজীপুরে নিবন্ধিত গাড়ি শহরের ভেতরে চলাচল করলেও নানা হয়রানির মুখে পড়তে হয় বলেও জানান চালকেরা।
অটোরিকশাচালক হামিদুল ইসলাম অভিযোগ করেন, ঢাকা-টাঙ্গাইল ও ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে নিয়মিতভাবে পুলিশি হয়রানি ও চাঁদাবাজির শিকার হতে হয়। এই অন্যায়-অনিয়মের বিরুদ্ধেই তাঁরা সড়কে নেমেছেন।
খবর পেয়ে পুলিশ ও পরিবহন শ্রমিক নেতারা ঘটনাস্থলে যান। আলোচনার পর প্রশাসন সোমবার শ্রমিক নেতাদের সঙ্গে বৈঠক করে দাবি সমাধানের আশ্বাস দিলে বেলা পৌনে দুইটার দিকে চালকেরা অবরোধ প্রত্যাহার করেন।
বাসন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহিন খান জানান, চালকদের দাবি নিয়ে সোমবার বৈঠক হবে। পরিস্থিতি বর্তমানে শান্ত আছে এবং মহাসড়কে যান চলাচল স্বাভাবিক হয়েছে।
মন্তব্য করার জন্য লগইন করুন!