মোঃ জুয়েল রানাঃ চাঁদপুরের কচুয়ায় স্বেচ্ছাশ্রমে পালাখাল -গোলবাহার সড়কের ভূঁইয়ারা অংশে ভাঙ্গা রাস্তা মেরামত করে প্রশংসায় ভাসছেন ভূঁইয়ারা মানবসেবা ফাউন্ডেশনের সদস্যরা। শুক্রবার সকালে মানবসেবা ফাউন্ডেশনের নিজস্ব অর্থায়নে সংগঠনের সকল সদস্য স্বেচ্ছায় এই ভাঙা রাস্তাটি মেরামত করেন। ঘন বৃষ্টিপাতে সড়কের দুই পাশের গাইড ওয়াল হেলে পড়ার কারনে রাস্তাটি ভেঙ্গে পুকুরে তলিয়ে গেছে। যার ফলে প্রায় সময় ই এখানে দুর্ঘটনার শিকার হয় অটোরিক্সা সহ বিভিন্ন যানবাহন।
ভাঙ্গা রাস্তাটি নিয়ে বেশ কয়েকবার বিভিন্ন গণমাধ্যমে সংবাদ প্রকাশ করা হলেও সরকার ও স্থানীয় জনপ্রতিনিধি কেউ এগিয়ে আসেনি রাস্তাটি সংস্কারের কাজে। দীর্ঘ সময় অপেক্ষার পর স্বেচ্ছাসেবী সামাজিক সংগঠন ভূঁইয়ারা মানবসেবা ফাউন্ডেশনের সভাপতি মোঃ কবির হোসেনসহ সকল সদস্যরা রাস্তাটি মেরামতের জন্য উদ্যোগ গ্রহণ করেন। রাস্তাটি মেরামত করার ফলে কয়েক গ্রামের মানুষের যাতায়াতের কষ্ট দুর হয়েছে। যার ফলে সংগঠনটি সকলের নিকট প্রশংসায় ভাসছেন।
মানবসেবা ফাউন্ডেশনের উপদেষ্টা ও পালাখাল রোস্তম আলী ডিগ্রি কলেজের সাবেক ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোঃ নজরুল ইসলাম বলেন পালাখাল- গোলবাহার এই গ্রামীণ সড়কের ভূঁইয়ারা অংশে প্রায় ৩ মাস আগে রাস্তাটা ভেঙে পুকুরে তলিয়ে যায়। দীর্ঘ তিন মাস সময় অপেক্ষা করার পরও সরকার ও স্থানীয় জনপ্রতিনিধিদের পক্ষ থেকে কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। যে কাজটি সরকারের করার কথা ছিলো সেও কাজটি করেছে মানবসেবা ফাউন্ডেশন। মানবসেবা ফাউন্ডেশন রাস্তা মেরামত ছাড়াও বিভিন্ন সামাজিক সেবামূলক কার্যক্রমে সর্বাত্মক সহযোগিতা করে আসছে। ভাঙ্গা সড়কটি নিজ উদ্যোগে মেরামত করায় মানবসেবা ফাউন্ডেশন সত্যিই খুব প্রশংসার দাবিদার।
মানবসেবা ফাউন্ডেশনের সভাপতি মোঃ কবির হোসেন জানান, সংগঠনটি প্রতিষ্ঠার পর থেকেই বিভিন্ন সেবামূলক কার্যক্রমে সর্বাত্মক সহযোগিতা করে আসছে। ভূঁইয়ারায় এই গ্রামীণ পাকা সড়কটি ভেঙে যাওয়ার কারনে এখানে প্রতিনিয়ত অটোরিক্সা, সিএনজিসহ বিভিন্ন যানবাহন দুর্ঘটনার শিকার হচ্ছে। দীর্ঘদিন যাবত অপেক্ষা করার পরও স্থানীয় জনপ্রতিনিধিসহ সংশ্লিষ্ট কতৃপক্ষের কেউ রাস্তাটি মেরামত করতে এগিয়ে আসেনি। তাই আজকে জনসাধারণের ভোগান্তির কথা চিন্তা করে মানবসেবা ফাউন্ডেশনের পক্ষ থেকে নিজ উদ্যোগে আমরা সড়কটি মেরামত করেছি। মানবসেবা ফাউন্ডেশন সবসময় মানুষের যে কোনো বিপদে পাশে ছিলো,পাশে আছে এবং ভবিষ্যতেও পাশে থাকবে ইনশাআল্লাহ।
মন্তব্য করার জন্য লগইন করুন!