যাত্রা শুরু: ৭, ৮ ও ৯ এপ্রিল
ট্রেনের সংখ্যা: ৩
ছেড়ে যাওয়ার সময়: রাত ১১টা
স্টেশন: জয়দেবপুর রেলওয়ে স্টেশন
গন্তব্য: পার্বতীপুর রেলওয়ে স্টেশন
সম্ভাব্য পৌঁছানোর সময়: ভোর ৫টা ৫৫ মিনিট
মোট আসন সংখ্যা: ৭১৬
১ম শ্রেণির আসন: ২৪
টিকিট: অনলাইনে
আসনবিহীন টিকিট: ট্রেন ছাড়ার ২ ঘণ্টা পূর্বে জয়দেবপুর স্টেশন থেকে
ঈদের পর:
যাত্রা শুরু: ঈদের পরের দিন থেকে ৩ দিন
ছেড়ে যাওয়ার সময়: বিকেল ৪টা ২০ মিনিট
স্টেশন: পার্বতীপুর রেলওয়ে স্টেশন
গন্তব্য: জয়দেবপুর রেলওয়ে স্টেশন
আসন্ন ঈদুল ফিতর উপলক্ষে ঘরমুখী মানুষের ঈদযাত্রা সহজ ও নিরাপদ করতে গাজীপুরের জয়দেবপুর থেকে দিনাজপুরের পার্বতীপুর পর্যন্ত তিনটি বিশেষ ট্রেন চালানো হবে। ট্রেনগুলো ৭, ৮ ও ৯ এপ্রিল রাত ১১টায় জয়দেবপুর স্টেশন থেকে ছেড়ে যাবে এবং নাটোর, সান্তাহার, জয়পুরহাট, বিরামপুর, ফুলবাড়ী হয়ে ভোর ৫টা ৫৫ মিনিটে পার্বতীপুর পৌঁছাবে।
ট্রেনগুলোতে মোট ৭১৬টি আসন থাকবে, যার মধ্যে ২৪টি ১ম শ্রেণির। বরাদ্দকৃত সকল টিকিট কেবলমাত্র অনলাইনে পাওয়া যাবে। ট্রেন ছাড়ার ২ ঘণ্টা পূর্বে জয়দেবপুর স্টেশন থেকে আসনবিহীন টিকিট দেওয়া হবে।
ঈদের পরের দিন থেকে ৩ দিন ওই ট্রেনগুলো বিকেল ৪টা ২০ মিনিটে পার্বতীপুর থেকে গাজীপুরের উদ্দেশে ছেড়ে আসবে।
মন্তব্য করার জন্য লগইন করুন!