বরগুনা আমতলীতে সাপুড়িয়ার কাছ থেকে দাঁড়াশ ও পদ্মগোখরা সাপ উদ্ধার
আমতলীতে জাহাঙ্গীর নামের এক সাপুড়িয়ার কাছ থেকে ৫ ফুট দৈর্ঘ্যর ১টি দাঁড়াশ ও ৩ ফুট দৈর্ঘ্যর ৩ টি পদ্মগোখরা সাপ উদ্ধার করেছে এনিমেল লাভারস অফ পটুয়াখালীর সদস্যরা।
আজ বুধবার বেলা ১ঃ৩০ টার দিকে পৌর শহরের গার্লস স্কুল এলাকা থেকে এনিমেল লাভারস অফ পটুয়াখালীর সদস্যরা সাপ চারটি উদ্ধার করেন। এসময় এনিমেল লাভারস অফ পটুয়াখালীর টিম লিডার বায়েজিদ , সদস্য ইউসুফ রনি, রাকিব, আমতলী বন বিভাগের বনকর্মী ফিরোজ শেখ, ভোরের চেতনা পত্রিকার সাংবাদিক মোঃ ইমরান হোসাইন, মহিউদ্দিন লিমন উপস্থিত ছিলেন।
সাপ চারটিকে বর্তমানে প্রাথমিক চিকিৎসা দিচ্ছেন সংগঠনের সদস্যরা। ওই সাপুড়িয়া আর সাপ ধরবেনা মর্মে মুচলেকা দিলে তাকে ছেড়ে দেওয়া হয়েছে। এনিমেল লাভারস অফ পটুয়াখালীর সদস্য বায়েজিদ জানান,ওই সাপুড়িয়া সাপ চারটি দিয়ে রাস্তার পাশে বসে খেলা দেখাচ্ছিল। সংবাদ পেয়ে আমরা সাপ চারটিকে উদ্ধার করি।
প্রাথমিক চিকিৎসা শেষে সাপ চারটি বনে অবমুক্ত করা হবে। চারটি সাপের মধ্যে দাঁড়াশ সাপটি নির্বিষ। এটি কৃষকের উপকারে আসে। আর পদ্মগোখরা বিষধর সাপ।
মন্তব্য করার জন্য লগইন করুন!