বরিশাল, পদার্থবিজ্ঞান বিভাগ ও পদার্থবিজ্ঞান ছাত্র কল্যাণ সংসদ কর্তৃক আয়োজিত ফিজিক্স ডে -২০২৪ এর দুই দিনব্যাপী অনুষ্ঠান সফলভাবে সমাপ্ত হয়েছে। দিবসটি উপলক্ষে বিভিন্ন আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান, পুরস্কার বিতরণীসহ নানা আয়োজন করা হয়।
প্রথম পর্বে আনন্দ পথযাত্রা, আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বরিশাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ডঃ বদরুজ্জামান ভূঁইয়া। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের পদার্থবিজ্ঞান বিভাগের অধ্যাপক ডঃ ইশতিয়াক মুহাম্মদ সাঈদ, বিজ্ঞানের প্রকৌশল অনুষদের ডিন ডঃ শফিউল আলম।
দ্বিতীয় পর্বে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
প্রধান অতিথি অধ্যাপক ডঃ বদরুজ্জামান ভূঁইয়া বরিশাল বিশ্ববিদ্যালয়কে অন্যান্য বিশ্ববিদ্যালয়ের রোল মডেল হিসেবে গড়ে তোলার জন্য কাজ করার প্রতিশ্রুতি দেন।
তিনি শিক্ষার্থীদের অন্যান্য বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের চেয়ে এগিয়ে থাকার জন্য আহ্বান জানান।
পদার্থবিজ্ঞান বিভাগের শিক্ষার্থীদের বিভিন্ন বিষয়ে পুরস্কার প্রদান করা হয়।
এই অনুষ্ঠানের মাধ্যমে পদার্থবিজ্ঞানের প্রতি শিক্ষার্থীদের আগ্রহ বৃদ্ধি পাবে বলে আশা করা হচ্ছে।
মন্তব্য করার জন্য লগইন করুন!