২০২৪-২৫ শিক্ষাবর্ষের সরকারি-বেসরকারি মেডিকেল ভর্তি পরীক্ষায় জাতীয় মেধায় পঞ্চম এবং ঢাকা বোর্ডে প্রথম স্থান অধিকার করেছে টাঙ্গাইল মির্জাপুরের মেয়ে সুমাইয়া জাহান। গত রোববার বিকেলে প্রকাশিত ফলাফলে সুমাইয়া জাহান ৮৯ দশমিক ৫০ পেয়েছেন।
এই ভর্তি পরীক্ষায় আবেদন করেছিল এক লক্ষ ৩৫ হাজার ২৬১ জন শিক্ষার্থী । সরকারি মেডিকেলে ভর্তি পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে ৫৩৭২ জন। মেধা তালিকায় পঞ্চম স্থান অধিকারী সুমাইয়া জাহানের বাবা মোঃ শাহজাহান সিরাজ পেশায় একজন ব্যবসায়ী এবং মা জেসমিন আক্তার (সিএইচসিপি )। সুমাইয়া জাহানের গ্রামের বাড়ি টাঙ্গাইল জেলার মির্জাপুর উপজেলার বাঁশতল ইউনিয়নের বালিয়াজান গ্রামে। বর্তমান ঠিকানা টাঙ্গাইল জেলার মির্জাপুর বাইমহাটি আদালত পাড়ায়। সুমাইয়া জাহান সমাপনী পরীক্ষায় বাইমহাটি সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে GPA-5 ও ট্যালেন্টপুলে বৃত্তি পান। এছাড়া মির্জাপুর পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় থেকে জেএসসি ও এসএসসি তে GPA-5 ও ট্যালেন্টপুলে বৃত্তি পেয়ে মির্জাপুর উপজেলায় প্রথম স্থান অধিকার করেন এবং হলিক্রস কলেজ থেকে এইচএসসিতে GPA-5 পেয়ে উত্তীর্ণ হন ।
সুমাইয়া জাহানের এরকম ভাল ফলাফলের জন্য আত্মীয়-স্বজন ও এলাকাবাসী অনেক আনন্দিত ।সুমাইয়া জাহান বলেন, ছোটবেলা থেকেই আমার ডাক্তার হওয়ার ইচ্ছা।
এই পেশাটাকে আমার অন্যরকম ভালো লাগে। সেভাবেই পড়াশোনা করি। দোয়া করবেন আমি যেন একজন আদর্শ মানবিক ডাক্তার হতে পারি ও অসহায় মানুষের পাশে দাঁড়াতে পারি এবং দেশের জন্য ও এলাকাবাসীর জন্য ভালো কিছু করতে পারি।
মন্তব্য করার জন্য লগইন করুন!