হবিগঞ্জ প্রতিনিধি।। ৪৩ তম বিসিএস প্রশাসন ক্যাডারে সামগ্রীক ফলাফলে প্রথম স্থান অর্জন করেছেন হবিগঞ্জের সানিরুল ইসলাম শাওন।
গতকাল মঙ্গলবার ৪৩ তম বিসিএস পরীক্ষার ফলাফলে প্রশাসন ক্যাডারে ১ম স্থান অর্জন করে শাওন সুপারিশপ্রাপ্ত হয়েছেন বলে ফলাফল তালিকায় দেখা গেছে।
শাওন ৪১ তম বিসিএসে পুলিশ ক্যাডারেও সুপারিশপ্রাপ্ত হয়েছিলেন।
জানা যায়, হবিগঞ্জ জেলার শায়েস্তাগঞ্জের বাসিন্দা শাওন হবিগঞ্জ সরকারি উচ্চ বিদ্যালয়ের এসএসি ব্যাচ ১১। এইচএসসি ব্যাচ ১৩ বৃন্দাবন সরকারি কলেজ এবং BSC in Textile Engineering বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয় (BUTEX) ৪০ তম ব্যাচের অ্যাপারেল ইঞ্জিনিয়ারিং বিভাগের মেধাবী ছাত্র।
মন্তব্য করার জন্য লগইন করুন!