ইয়াসির আরাফাত, বশেফমুবিপ্রবি প্রতিনিধি: বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (বশেফমুবিপ্রবি) প্রথম ধাপে স্নাতক (সম্মান) প্রথম বর্ষে মোট ২৪১ জন শিক্ষার্থী ভর্তি হয়েছেন। এ বিশ্ববিদ্যালয়ের সাতটি বিভাগে মোট আসন সংখ্যা ২৫০।
প্রথম ধাপে ২৪৯ জন শিক্ষার্থী বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ভর্তির জন্য নির্বাচিত হন। এর মধ্যে ২৪১ জন তাদের ভর্তি প্রক্রিয়া সম্পন্ন করেছেন। এই হিসাবে ভর্তি হার দাঁড়িয়েছে ৯৬.৭৮ শতাংশ।
GST গুচ্ছভুক্ত ২৪ টি বিশ্ববিদ্যালয়ের ২০২৩-২৪ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) প্রথম ধাপের ভর্তির কার্যক্রম গত ৫ জুন শুরু হয়ে ৮ জুন পর্যন্ত চলে।
বিশ্ববিদ্যালয়ের ভর্তি কমিটির আহ্বায়ক ও উপাচার্য প্রফেসর ড. মো. কামরুল আলম খান বলেন, "নির্ধারিত ২৪৯ জনের মধ্যে ২৪১ জন ছাত্র-ছাত্রী তাদের ভর্তি প্রক্রিয়া সম্পন্ন করেছেন। ভর্তি হার ৯৬.৭৮ শতাংশ। এর ফলে, আমাদের বিশ্ববিদ্যালয়ে ভর্তি হারও বেশি।"
তিনি আরও আশা প্রকাশ করেন যে, পরবর্তী ধাপেই শতভাগ ভর্তি সম্পন্ন হবে।
জিএসটি ভর্তি কার্যক্রমের আইটি প্রতিনিধি ও বিশ্ববিদ্যালয়ের ভর্তি কমিটির সদস্য সিএসই বিভাগের চেয়ারম্যান সহকারী অধ্যাপক মো: হুমায়ুন কবির জানান, "মোট ২৫০ টি আসনের মধ্যে বিভাগ ভিত্তিক আসন কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগে ৩০টি, ইলেকট্রিকাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং বিভাগে ৩০টি, গণিত বিভাগে ৪০টি, ভূগোল বিভাগে ৪০টি, ফিশারিজ বিভাগে ৪০টি, ম্যানেজমেন্ট বিভাগে ৩০টি এবং সমাজকর্ম বিভাগে ৪০টি আসন রয়েছে।"
উল্লেখ্য, বশেফমুবিপ্রবিতে ৫ হাজার ৫৭৮ জন শিক্ষার্থী ভর্তির জন্য আবেদন করেন।
মন্তব্য করার জন্য লগইন করুন!