বরিশাল বিশ্ববিদ্যালয়ে (ববি) প্রতিবছরের ন্যায় বিজয় দিবসের আয়োজনে আলোকসজ্জা,দেয়ালিকা প্রদর্শনী নেই,তবুও নিয়মমাফিক সাদামাটাভাবে উদযাপিত হয়েছে মহান বিজয় দিবস- ২০২৪।
দিবসটি উপলক্ষ্যে এদিন সকাল ৯:৩০ টায় বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য প্রফেসর ড. শুচিতা শরমিনের নেতৃত্বে বরিশাল বিশ্ববিদ্যালয় পরিবারের অংশগ্রহণে অনুষ্ঠিত হয় এক বর্ণাঢ্য বিজয় র্যালি। র্যালিতে বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য প্রফেসর ড. গোলাম রব্বানিসহ বিভিন্ন অনুষদের ডিন, রেজিস্ট্রার জনাব
মো মনিরুল ইসলাম সহ বিভাগীয় প্রধান,চার হলের প্রভোস্ট, প্রক্টর ড. এ টি এম রফিকুল ইসলামসহ সহকারী প্রক্টরগন,বিভিন্ন দপ্তর প্রধান, বিভিন্ন বিভাগের শিক্ষকমন্ডলী, শিক্ষার্থীবৃন্দ, কর্মকর্তা ও কর্মচারীরা অংশগ্রহণ করেন।
র্যালিটি বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সামনে থেকে শুরু হয়ে বরিশাল-পটুয়াখালী মহাসড়ক হয়ে ক্যাম্পাসের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। র্যালি শেষে শিক্ষার্থীদের সাথে নিয়ে বরিশাল ডিসি অফিস সংলগ্ন শহিদ মুক্তিযোদ্ধা স্মৃতি ফলকে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে জাতির এই শ্রেষ্ঠ সন্তানদের প্রতি বিনম্র শ্রদ্ধা নিবেদন করেন উপাচার্য অধ্যাপক ড. শুচিতা শরমিনসহ বিশ্ববিদ্যালয় প্রশাসন। এছাড়াও মহান বিজয় দিবস উপলক্ষ্যে দুপুর ২:৩০ টায় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় সাংস্কৃতিক কমিটির আয়োজনে মুক্তমঞ্চে পরিবেশিত হবে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান।চার হলের আবাসিক শিক্ষার্থীদের জন্য বিজয় দিবস উপলক্ষে বরাদ্দ দেওয়া হয়েছে দুপুরের খাবার।
উল্লেখ্য যে,প্রতিবছরের ন্যায় বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণে আলোকসজ্জায় সজ্জিত করা সহ প্রতিটি বিভাগের শিক্ষার্থীদের নিয়ে দেয়ালিকা প্রতিযোগিতা সহ শিক্ষার্থীদের সাথে মতবিনিময়ের সভা এবছর বিজয় দিবসের আয়োজনে রাখা হয়নি।
মন্তব্য করার জন্য লগইন করুন!