বরিশাল বিশ্ববিদ্যালয়ের(ববি) সম্মুখে ঢাকা কুয়াকাটা মহাসড়ক আটকে আজ মঙ্গলবার(৯জুলাই) পর্যন্ত টানা নবম(৯ম)দিনের মত বৈষম্যবিরোধী কোটা আন্দোলন করছেন সাধারণ শিক্ষার্থীরা। এর ফলে তীব্র ভোগান্তির শিকার হচ্ছেন দূরপাল্লার যাত্রী, ব্যবসায়ী এবং মাছ ব্যবসায়ীরা।
ঢাকা-বরিশাল-কুয়াকাটা সড়কের দৈর্ঘ্য প্রায় ২৯৫ কিলোমিটার। এই সড়কটি দক্ষিণাঞ্চলের অধিকাংশ মানুষ এবং কুয়াকাটার পর্যটকরা ব্যবহার করেন।বিশ্ববিদ্যালয়ের সামনে সড়ক বন্ধ থাকার কারণে তীব্র যানজট সৃষ্টি হয়েছে।
কুয়াকাটা থেকে ঢাকার যাত্রী আসিফ মাহতাব বলেন, "অসহনীয় গরমসহ বৃষ্টিতে ঘন্টার পর ঘন্টা বসে থাকতে হচ্ছে আমাদের। শিক্ষার্থীদের আন্দোলন যুক্তিযুক্ত কিন্তু আমাদের মত সাধারণ যাত্রীরা অসহনীয় ভোগান্তিতে পড়ে আছি।"
দেশের বৃহত্তম মাছের আড়ত অবস্থিত পটুয়াখালীর মহিপুরে। এই আড়ত থেকে মাছ সরবরাহ করা হয় দেশের বিভিন্ন জায়গায়।সড়ক অবরোধের কারণে মাছের ট্রাকগুলো ঘন্টার পর ঘন্টা আটকে থাকছে।
মন্তব্য করার জন্য লগইন করুন!