বরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) উদ্ভিদবিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক ও বিশ্ববিদ্যালয়ের নবনিযুক্ত সহকারী প্রক্টর (ভারপ্রাপ্ত) ড.এ.টি.এম রফিকুল ইসলামের বিরুদ্ধে ষড়যন্ত্রমূলক অপপ্রচার ও সামাজিক যোগাযোগ মাধ্যমে কুরুচিপূর্ণ বক্তব্যের বিরুদ্ধে মানববন্ধন করা হয়। আজ রবিবার দুপুর দুইটার দিকে বিশ্ববিদ্যালয়ের মূল ফটকের সামনে এ মানববন্ধন করা হয়।
মানববন্ধনে অংশ নেয় বিশ্ববিদ্যালয়ের উদ্ভিদবিজ্ঞান বিভাগের শিক্ষার্থীরা সহ বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের সাধারণ শিক্ষার্থীরা। মানববন্ধনকারী শিক্ষার্থীদের মধ্যে বক্তব্য রাখেন উদ্ভিদবিজ্ঞান বিভাগের অষ্টম ব্যাচের শিক্ষার্থী মাসুদ হাসান সহ দশম ব্যাচের শিক্ষার্থী পিয়াস আহমেদ রিফাত, তুজাম্মেল হক শিমুল প্রমুখ।
শিক্ষার্থীদের পক্ষে মাসুদ হাসান বলেন।"আমাদের বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের অনলাইন প্লাটফর্ম লিংকারস ইন বিইউ তে গত শুক্রবার ড. এ টি এম রফিকুল ইসলাম স্যারের নামে একটি গুজব রটানো হয় যে তিনি গত বছরের মেয়র নির্বাচনে বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের নির্বাচন পরিচালনায় আহ্বায়ক কমিটিতে ছিলেন এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে শিক্ষার্থীদের বিপক্ষে অবস্থান করেছেন।অথচ আমরা উদ্ভিদবিজ্ঞান বিভাগের শিক্ষার্থীরা আন্দোলনের সাথে সরাসরি যুক্ত ছিলাম এবং স্যার আমাদের পাশেই ছিলেন এবং তিনি কোনো প্রকার নির্বাচন পরিচালনা কমিটিতেও ছিলেন না।
কে বা কাহারা ব্যাক্তিগত শত্রুতার জেরে অনলাইন প্লাটফর্মে আমাদের সম্মানিত শিক্ষকের বিরুদ্ধে এসব গুজব ছড়াচ্ছেন,আমরা তার তীব্র নিন্দা জানাই। এবং এসব গুজবের বিরুদ্ধে লিংকারস গ্রুপের এডমিনসহ সকলকে সোচ্চার হওয়ার আহ্বান জানাই।"
উল্লেখ্য যে,গত বৃহস্পতিবার ৩ অক্টোবর বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার অফিসের তথ্যসূত্রে নিশ্চিত হওয়া যায় উদ্ভিদবিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক ড. এ টি এম রফিকুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর (ভারপ্রাপ্ত)হিসেবে দায়িত্ব পেয়েছেন।
মন্তব্য করার জন্য লগইন করুন!