মাহীর শাহরিয়ার, ববি প্রতিনিধি: বরিশাল বিশ্ববিদ্যালয়ে (ববি) ১৭ মার্চ( রবিবার) দুপুর ২ টায় বিশেষ আলোচনা সভা আয়োজন করা হয়।যেখানে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের নবনিযুক্ত উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ বদরুজ্জামান ভূঁইয়া, প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন শিক্ষক সমিতির সভাপতি ড. মোহাম্মদ আব্দুল বাতেন চৌধুরী। বিশেষ অতিথি হিসেবে ছিলেন শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক ড. তারেক মাহমুদ আবির এবং প্রক্টর (ভারপ্রাপ্ত)ড. মো: আব্দুল কাইউম। এবং বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের নেতা - কর্মীরা উপস্থিত ছিলেন।
শিক্ষক সমিতির সভাপতি ড. মোহাম্মদ আব্দুল বাতেন চৌধুরী বলেন,বঙ্গবন্ধু বেঁচে আছেন এদেশের প্রতিটি শিশুর মধ্যে। আজকের শিশুরাই আগামী দিনের বঙ্গবন্ধু হবে।শিশুদেরকে স্বাধীনভাবে বাঁচতে দিতে হবে।
মাননীয় উপাচার্য ড.মোহাম্মদ বদরুজ্জামান ভূঁইয়া বলেন,বঙ্গবন্ধুর সোনার বাংলা গড়তে বিশ্ববিদ্যালয়ের প্রতিটি ছাত্রের দায়বদ্ধতা অপরিসীম,এছাড়াও তিনি বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের নেতাকর্মীদের জন্য দিকনির্দেশনা মূলক বক্তব্য প্রদান করেন,বঙ্গবন্ধুর জীবনী থেকে অনুপ্রেরণা নিয়ে সামনের দিকে এগিয়ে যাওয়ার নির্দেশনা দিয়েছেন।
মন্তব্য করার জন্য লগইন করুন!