বরিশাল বিশ্ববিদ্যালয়ে(ববি) তে ছাত্রদলের শহীদ ওয়াসিম আকরামের জন্মদিন উপলক্ষে স্বৈরাচার বিরোধী আন্দোলনে শহীদদের স্মরণে মোমবাতি প্রজ্জ্বলন ও নিরাপত্তা পালন কর্মসূচি পালন করেছে বিশ্ববিদ্যালয় ছাত্রদলের নেতাকর্মীরা।আজ ৭ ডিসেম্বর (শনিবার) বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শহীদ মিনারে তারা এ কর্মসূচি পালন করেন।এসময় তারা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে ১৬ই জুলাই পুলিশের গুলিতে নিহত ছাত্রদলের শহীদ ওয়াসিম আকরামসহ সকল শহীদদের শ্রদ্ধাভরে স্মরণ করেন এবং তাদের প্রতি শোক পালনের উদ্দেশ্যে এক মিনিট নিরবতা পালন করেন।
এ বিষয় জানতে চাইলে বরিশাল বিশ্ববিদ্যালয়ের ছাত্রদল কর্মী জাফর আলী বলেন স্বৈরাচার হাসিনার হাত থেকে মুক্তি পেতে এদেশের যেসব বীর সন্তানেরা ভুমিকা পালন করেছে তাদের মধ্যে শহীদ ওয়াসিম আকরাম ছিলেন অন্যতম ।এছাড়াও দীর্ঘ ১৭ বছরে ছাত্রদলের অসংখ্য নেতাকর্মী ঘুম খুন নির্যাতনের শিকার হয় জাতীয়তাবাদের আদর্শ সৈনিক হিসেবে শহীদ ওয়াসিম আমাদের যে পথ দেখিয়েছে এদেশের সকল পর্যায় মানুষ ক্লান্তি সংকটময় সময় এগিয়ে আসবে*ওয়াসিমসহ যারা জীবন দিয়ে আমাদের মুক্তির স্বাদ এনে দিয়েছে তাদের উত্তরসূরি হিসেবে জাতীয়তাবাদী ছাত্রদলের প্রতিটি কর্মী বাংলাদেশকে বুকে ধারণ করে সামনের দিনে এগিয়ে যাবে।
বরিশাল বিশ্ববিদ্যালয়ের ছাত্রদল কর্মী রিফাত মাহমুদ বলেন শহীদ ওয়াসিম আকরাম ছিলেন উদ্যোমী, আত্মবিশ্বাসী এবং সাংগঠনিক একজন ছাত্রদল কর্মী। যে কিনা বৈষম্যহীন এক বাংলাদেশের স্বপ্ন দেখতে গিয়ে নিজের জীবনটুকু বিলিয়ে দিয়েছে। ১৬ জুলাই চট্টগ্রামে পুলিশের গুলিতে জীবন দেন শহীদ ওয়াসিম আকরাম।আমরা তাকে শ্রদ্ধাভরে স্মরন করছি।
- এ সময় উপস্থিত ছিলেন
আজমাইন সাকিব , মাহমুদ ইমরান,মো: আব্দুল্লাহ ,জিয়াদুর ইসলাম ক্লিনটোন চাকমা শাওন ইসলাম মো: রিফাত মাহমুদ, মো: মো: হাবিবুর রহমান,মো: সাকিব মিয়া , রবিউল খান।
মন্তব্য করার জন্য লগইন করুন!