বরিশাল বিশ্ববিদ্যালয়ে (ববি) ন্যায্য জ্বালানি রুপান্তরে তরুণদের আইডিয়া জেনারেশন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১৪ নভেম্বর) সকাল ১০ টায় বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক (টিএসসি) কেন্দ্রে অনুষ্ঠিত হয়।প্রতিযোগিতা অনুষ্ঠানে দুটি দলকে চ্যাম্পিয়ন ও রানার আপ এ বিজয়ী দল হিসেবে ঘোষণা করে ক্রেস্ট প্রদান করা হয়।
জাস্ট এনার্জি ট্রান্সজিশন নেটওয়ার্ক বাংলাদেশ কর্তৃক আয়োজনে ১৪ দফা নাগরিক দাবির বাস্তবায়ন চেয়ে অনুষ্ঠানে প্রতিযোগি হিসেবে দল গঠন করে আলোচনা ও বিভিন্ন দিক উপস্থাপন করা হয়। সর্বশেষ দুটি দলকে বিজয়ী ঘোষণা করে ক্রেস্ট ও পুরষ্কৃত করা হয়। এসময় সকল অংশগ্রহণকারীকে সার্টিফিকেট প্রদান করা হয়।
অনুষ্ঠানে অতিথি ও বিচারক হিসেবে উপস্থিত ছিলেন সমাজবিজ্ঞান বিভাগের শিক্ষক মোঃ ওহিদুর জামান,মৃত্তিকা ও পরিবেশ বিজ্ঞান বিভাগের শিক্ষক কাজী মোঃ জাহাঙ্গীর কবির ও আভাস সংস্থার সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ। প্রজেক্ট কো-অর্ডিনেটর (আভাস) ছিলেন সমাজ বিজ্ঞান বিভাগের সাবেক শিক্ষার্থী ফারজানা ফেরদৌস।
মন্তব্য করার জন্য লগইন করুন!