ঢাকা ইউনিভার্সিটি অ্যালামনাই অ্যাসোসিয়েশন (ডুয়ার) সম্প্রতি একটি নতুন ৩৫ সদস্যের আহ্বায়ক কমিটি গঠন করেছে। সাবেক সংসদ সদস্য শামসুজ্জামান দুদুকে আহ্বায়ক এবং এ টি এম আবদুল বারী ড্যানীকে সদস্য সচিব হিসেবে মনোনীত করে এ কমিটি গঠন করা হয়।
বুধবার (১৩ নভেম্বর) ঢাকা ইউনিভার্সিটি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে সদস্য সচিব এ টি এম আবদুল বারী ড্যানীর সাক্ষরিত এক বিবৃতিতে এ সিদ্ধান্ত জানানো হয়।
বিবৃতিতে জানানো হয়, গত ৫ আগস্ট দেশের রাজনৈতিক পরিস্থিতি পরিবর্তনের ফলে ডুয়ারের সভাপতি ও মহাসচিব একযোগে পদত্যাগ করলে সংগঠনের কার্যক্রমে অচলাবস্থা দেখা দেয়। এই প্রেক্ষাপটে ৩০ আগস্ট ২০২৪, শুক্রবার বিকাল ৫ টায় ডুয়া ফ্লোরে সংগঠনের জীবন সদস্যরা এক সাধারণ সভায় মিলিত হন। সভায় সর্বসম্মতিক্রমে শামসুজ্জামান দুদুকে আহ্বায়ক এবং সৈয়দ আমিনুর রহমান মাইকেল, এ টি এম আবদুল বারী ড্যানী ও নিলোফার চৌধুরী মনিকে সদস্য করে একটি আংশিক আহ্বায়ক কমিটি গঠন করা হয়।
এই আংশিক কমিটিকে একটি পূর্ণাঙ্গ আহ্বায়ক কমিটি গঠনের দায়িত্ব দেওয়া হয়, যা বিভিন্ন পেশার সদস্যদের সাথে আলোচনা করে ৩৫ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি হিসেবে ঘোষণা করে।
নতুন আহ্বায়ক কমিটির অন্যান্য সদস্যরা হলেন- সৈয়দ আমিনুর রহমান মাইকেল, এ বি এম মোশাররফ হোসেন, আবদুস সাত্তার মিয়াজী, ব্যারিস্টার নাসির উদ্দিন আহমেদ (অসীম), এ এইচ এম শফিকুজ্জামান, অধ্যাপক মো. মোরশেদ হাসান খান, অধ্যাপক রুবায়েত ফেরদৌস, আব্দুল্লাহ আল কাফি (রতন), আব্দুল খালেক, মেজবাহ উদ্দিন আলী, শিরীন সুলতানা, নিলোফার চৌধুরী মনি, সহযোগী অধ্যাপক সাইফুদ্দিন আহমেদ, গাজী কামরুল ইসলাম সজল, মো. মোস্তাফিজুর রহমান, মো. সেলিমুজ্জামান সেলিম, মো. আলী হোসাইন ফকির, রেজাউল করীম মল্লিক, মো. আশরাফুল হক মুকুল, মাহফুজা রহমান চৌধুরী বাবলী, মোহাম্মাদ নিজামুল কবীর, মো. ইলিয়াস উদ্দিন খান, মোহাম্মাদ হাতেম, আবু রেজা মো. ইয়াহিয়া, ড. কামাল উদ্দিন জসীম, ডা. প্রভাত চন্দ্র বিশ্বাস, মুনশী শামস উদ্দিন লিটন, মো. বায়েজীদ বোস্তামী (অফিস), রশিদ আহমেদ (মামুন), মো. তহা, ড. মো. শরীফুল ইসলাম দুলু, গোপাল চন্দ্র দেবনাথ ও মোহাম্মাদ সাইফুল ইসলাম।
ডুয়ারের নতুন কমিটি প্রতিষ্ঠানের কার্যক্রম পুনরায় সচল করতে এবং ভবিষ্যৎ পরিকল্পনা বাস্তবায়নে কার্যকর ভূমিকা পালন করবে বলে আশা করা হচ্ছে।
মন্তব্য করার জন্য লগইন করুন!