ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) শিক্ষার্থীরা আগামী এক সপ্তাহের মধ্যে জুলাই বিপ্লবের চিহ্নিত সন্ত্রাসীদের গ্রেপ্তারের দাবিতে আমরণ অনশন কর্মসূচি শুরু করেছেন। তারা জানান, স্বরাষ্ট্র উপদেষ্টা তাদের এই দাবি পূরণের নিশ্চয়তা না দেওয়া পর্যন্ত অনশন চালিয়ে যাবেন।
বৃহস্পতিবার (২৪ অক্টোবর) সকালে বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের পাদদেশে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের ২০২০-২১ সেশনের শিক্ষার্থী আশিকুর রহমান জিম এই আমরণ অনশন শুরু করেন। পরে তার সাথে আইন বিভাগের আরও দুই শিক্ষার্থী, অর্থনীতি বিভাগের এক শিক্ষার্থী, সোহরাওয়ার্দী কলেজের এক শিক্ষার্থী এবং একজন মাদ্রাসার শিক্ষক যুক্ত হন। তাদের সঙ্গে অনেকেই সংহতি প্রকাশ করতে আসেন।
অনশনে অংশগ্রহণকারী শিক্ষার্থীরা হলেন:
- আশিকুর রহমান জিম (আইন বিভাগ)
- মো রেদোয়ানুল ইসলাম (আইন বিভাগ)
- রেজোয়ান আহমেদ রিফাত (আইন বিভাগ)
- আরমানুল (অর্থনীতি বিভাগ)
- হোসাইন (শহিদ সোহরাওয়ার্দী কলেজ)
মন্তব্য করার জন্য লগইন করুন!