জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে কোটা সংস্কার আন্দোলনকারী শিক্ষার্থীদের বিক্ষোভ মিছিলে ছাত্রলীগের নেতা-কর্মীরা হামলা চালিয়েছেন।
আজ সোমবার সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ের বটতলা এলাকায় এ হামলা হয়। শাখা ছাত্রলীগের সভাপতি আক্তারুজ্জামান সোহেলের নেতৃত্বে এই হামলা পরিচালিত হয়।
সন্ধ্যা সাড়ে আটটায় এ প্রতিবেদন লেখা পর্যন্ত জানা গেছে, হামলায় অর্ধশতাধিক শিক্ষার্থী আহত হয়েছেন। তাঁদের মধ্যে ২০ জনের অবস্থা গুরুতর হওয়ায় তাঁদের সাভারের একটি বেসরকারি হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।
লগইন
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে কোটা সংস্কার মিছিলে ছাত্রলীগের হামলা: অর্ধশতাধিক শিক্ষার্থী আহত
মন্তব্য করার জন্য লগইন করুন!