জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থীরা ৬০ হাজার টাকা ক্ষতিপূরণের বিনিময়ে ইতিহাস পরিবহনের আটককৃত ১০টি বাস ছেড়ে দিয়েছে।
শনিবার সন্ধ্যা ৬টার দিকে বাসগুলো ছেড়ে দেওয়া হয়।এর আগে শিক্ষার্থীরা শুক্রবার সকাল সাড়ে ১০টা থেকে দুপুর সাড়ে ১২টার মধ্যে ঢাকা-আরিচা মহাসড়কের জাবি প্রধান ফটক সংলগ্ন আরিচাগামী রুটে বাসগুলো আটক করে।
শিক্ষার্থীদের অভিযোগ, রাস্তার মাঝখানে ইউটার্ন নিতে গিয়ে ইতিহাস পরিবহনের একটি বাস হঠাৎ ব্রেক করে দাঁড়িয়ে যায়। এর ফলে পেছনের সাভার পরিবহনের বাসটিও ব্রেক করে।
ফলে জাবির এক শিক্ষার্থীর পরিবারের চলন্ত প্রাইভেট কার সাভার পরিবহন বাসের পেছনে ধাক্কা লেগে ক্ষতিগ্রস্ত হয়।
শিক্ষার্থীরা দাবি করে, ইতিহাস পরিবহনের বাস যদি হঠাৎ ব্রেক না করত তাহলে দুর্ঘটনা ঘটত না।তাই তারা ক্ষতিগ্রস্ত গাড়ি মেরামতের জন্য ক্ষতিপূরণ দাবি করে।
দীর্ঘ আলোচনার পর, ইতিহাস পরিবহন কর্তৃপক্ষ ১ লাখ ৩১ হাজার টাকা ক্ষতিপূরণের পরিবর্তে ৬০ হাজার টাকা দিতে রাজি হয়।
নগদ ৫০ হাজার টাকা এবং বাকি ১০ হাজার টাকা পরে দেওয়ার প্রতিশ্রুতি দেয়।এই শর্তে শিক্ষার্থীরা শনিবার বিকেলে আটককৃত বাসগুলো ছেড়ে দেয়।
মন্তব্য করার জন্য লগইন করুন!