জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে উপদেষ্টা নাহিদ ইসলামের উপস্থিতিতে ঘটে যাওয়া বিতর্কিত ঘটনা নিয়ে হুঁশিয়ারি দিয়েছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতা ও জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক সারজিস আলম। তিনি বলেছেন, "এজেন্ট হিসেবে ভেতরে ঢুকে কাউকে প্রশ্নবিদ্ধ করার নোংরা প্রচেষ্টা যদি করা হয়, তবে সেটা কখনো সফল হবে না।"
বুধবার (১৩ নভেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে নিজের ফেসবুক পেজে একটি পোস্টে সারজিস আলম এসব কথা উল্লেখ করেন। তিনি আরও বলেন, “নাহিদ আসিফরা জীবন দেওয়ার জন্য প্রস্তুত হয়ে রাজপথে নেমেছিল। DGFI, DB'র পাশবিক অত্যাচার, কিছুই তাদের টলাতে পারেনি। হাসনাতরা আরও ৩ মাস আগে বলেছিল 'we are open to be killed'।”
পোস্টে তিনি আরও জানান, "মাহিন সরকার, আবু বাকের মজুমদার, রিফাত রশিদ, হান্নান মাসুদদের ভয় দেখিয়ে কোনো লাভ নেই। শেখ হাসিনার পুরো রেজিমের ভয় তাদের লক্ষ্য থেকে সরাতে পারেনি।" তিনি জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের স্লোগানের দিকে ইঙ্গিত করে বলেন, "ওদের পূর্ববর্তী করাপ্টেড সিস্টেম নিয়ে ছিল, সেটা আমি বুঝেছি।"
সারজিস আলম সহযোদ্ধাদের মধ্যে মান-অভিমান থাকলেও, তিনি বিশ্বাস করেন যে, "ন্যায়ের পক্ষে রাজপথের লড়াই আমাদের ঐক্যকে আরও শক্তিশালী করবে।" তিনি বলেন, "যখনই সংকট এসেছে, আমার সহযোদ্ধারাই কিলোমিটার পথ পাড়ি দিয়ে ছুটে এসেছে। কিন্তু কোনো নোংরা প্রচেষ্টা কখনো সফল হবে না।"
সারজিস আলম শেষের দিকে লেখেন, "এই বন্ধন এমনি এমনি তৈরি হয়নি। হাতে হাত রেখে রাজপথে ঘাম ঝরিয়ে, রক্ত ঝরিয়ে, জীবনের মায়া ত্যাগ করে একসঙ্গে লড়াই করে এই বন্ধন তৈরি হয়েছে। সাবধান!"
মন্তব্য করার জন্য লগইন করুন!