মোঃ শরীফ হোসেন
দোয়া ও মিলাদের মাধ্যমে হাইমচর উপজেলার আলগী উত্তর ইউনিয়নে ছোটলক্ষীপুর আলীমুন্নেছা মডেল স্কুল ও মাদ্রাসার ২০২৫ শিক্ষা বর্ষের সবক প্রদান অনুষ্ঠিত হয়েছে।
৯ জানুয়ারি বৃহস্পতিবার সকাল ১১ টায় আলগী উত্তর ইউনিয়ন পরিষদ মাঠে সবক প্রদান অনুষ্ঠানে ছোট লক্ষীপুর দারুসুন্নাত নেছারিয়া হাফিজিয়া মাদ্রাসার মোহ্তামিম হাফেজ আমিন উল্ল্যাহ এর সভাপতিত্বে ও ছোট লক্ষীপুর আলীমুন্নেছা মডেল স্কুল ও মাদ্রাসার প্রতিষ্ঠিতা পরিচালক মোঃ শাহাদাত হোসাইন সাদ্দামের পরিচালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন গন্ডামারা এবি এস ফাযিল মাদ্রাসার অধ্যক্ষ হযরত মাওলানা আব্দুল রহমান হামিদী, উত্তর আলগী ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক নজরুল ইসলাম দেওয়ান,উপজেলা যুবদল নেতা মোঃ আলী আকবর টেলু, হাইমচর আল- হেরা মডেল মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা মোঃ হাফিজুর রহমান, মোঃ বিল্লাল হোসাইন।
এসময় উপস্থিত ছিলেন স্কুল ও মাদ্রাসার অভিভাবক, শিক্ষক,শিক্ষার্থী সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
ছোট লক্ষীপুর আলীমুন্নেছা মডেল স্কুল ও মাদ্রাসার সবক দান অনুষ্ঠান পূর্বে অতিথিদের ফুলেল শুভেচছা জানান প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা পরিচালক মোঃ শাহাদাত হোসাইন সাদ্দাম,আলোচনা শেষে দোয়া ও মিলাদের মাধ্যমে নতুন শিক্ষাবর্ষের সবক প্রদান অনুষ্ঠিত হয়েছে। উপস্থিত সকলের সুস্বাস্থ্য কামনা করে মুসলিম উম্মার শান্তি কামনা করে ও অত্র প্রতিষ্ঠানের সফলতা অর্জনের জন্য মহান আল্লাহ তায়ালার কাছে বিশেষ দোয়া পরিচালনা করেন ছোট লক্ষীপুর দারুসুন্নাত নেছারিয়া হাফিজিয়া মাদ্রাসার মোহ্তামিম হাফেজ আমিন উল্ল্যাহ।
মন্তব্য করার জন্য লগইন করুন!