কুমিল্লা বিশ্ববিদ্যালয় রোভার স্কাউটের উদ্যোগে দুই দিনব্যাপী বার্ষিক তাবুবাস ও দীক্ষাগ্রহণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২৭ জুলাই) বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মাঠে ৭০ জন রোভারের অংশগ্রহণে এ অনুষ্ঠান শুরু হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ এফ এম আবদুল মঈন। এছাড়াও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ স্কাউটস কুমিল্লা জেলা রোভারের সম্পাদক মাইনুদ্দিন খন্দকার, নওয়াব ফরজুন্নেছা চৌধুরানী হলের প্রাধ্যক্ষ জিল্লুর রহমান, স্বাগত বক্তা হিসেবে ছিলেন কুমিল্লা বিশ্ববিদ্যালয় রোভার স্কাউটের (গার্ল) ইউনিট লিডার ও লোকপ্রশাসন বিভাগের সহযোগী অধ্যাপক ড. জান্নাতুল ফেরদৌস এবং চেয়ারম্যান হিসেবে ছিলেন কুমিল্লা বিশ্ববিদ্যালয় রোভার স্কাউটের ইউনিট সেক্রেটারি ও ইউনিট লিডার লোকপ্রশাসন বিভাগের সহযোগী অধ্যাপক ড. জিয়া উদ্দিন।
মন্তব্য করার জন্য লগইন করুন!