অর্থ মন্ত্রণালয় কর্তৃক জারিকৃত পেনশন সংক্রান্ত প্রত্যয় স্কিম প্রত্যাহার, সুপার গ্রেডে বিশ্ববিদ্যালয় শিক্ষকদের অন্তর্ভুক্তকরণ এবং শিক্ষকদের জন্য স্বতন্ত্র বেতন স্কেল প্রবর্তনের দাবিতে বাংলাদেশ বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি ফেডারেশনের আহ্বানে ২৬ মে রবিবার কুমিল্লা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি মানববন্ধন করে।
বিশ্ববিদ্যালয়ের বঙ্গবন্ধু ভাস্কর্যের সামনে অনুষ্ঠিত এই মানববন্ধনে শিক্ষক সমিতির যুগ্ম সাধারণ সম্পাদক ড. মাহমুদুল হাসান সঞ্চালনা করেন।
মানববন্ধনে বক্তব্য রাখেন:
ড. মোঃ শামিমুল ইসলাম: শিক্ষাঙ্গনকে ধ্বংসের মুখে ঠেলে দেওয়ার জন্য নানামুখী ষড়যন্ত্র চলছে বলে অভিযোগ করেন। তিনি বলেন, "শিক্ষকদের জন্য প্রচলিত পেনশন নীতি থেকে তাদের বঞ্চিত করে সুক্ষ্মভাবে তাদেরকে 'প্রত্যয়' নামক সার্বক্ষণিক স্কিমে অন্তর্ভুক্ত করা হচ্ছে। এটি কোনোভাবেই কাম্য নয়।" তিনি সকল শিক্ষককে আহ্বান জানান যাতে তারা কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের নেতৃত্বে এই আন্দোলনে যোগ দেন এবং বাংলাদেশ বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি ফেডারেশনের কর্মসূচীকে সফল করতে সহায়তা করেন।
ড. মোঃ আবু তাহের: "সার্বজনীন পেনশন প্রত্যয় স্কিম প্রত্যাহারের জন্য" শিক্ষক সমিতি ফেডারেশনের কর্মসূচির অংশ হিসেবে এই মানববন্ধন আয়োজিত হচ্ছে বলে জানান। তিনি আরও বলেন, "প্রত্যয় পেনশন স্কিম বৈষম্যমূলক। শিক্ষকদের বঞ্চিত করে সরকার নানাভাবে তাদেরকে প্রলুব্ধ করছে। সর্বোচ্চ মেধার ভিত্তিতে বিশ্ববিদ্যালয়ে নিয়োগ পাওয়া শিক্ষকদের বাদ দিয়ে তিন বাহিনীকে (সেনাবাহিনী, নৌবাহিনী, বিমান বাহিনী) এই স্কিমের আওতায় আনা হচ্ছে। ২০১৫ সালে বেতন স্কেল নির্ধারণের সময় শিক্ষকদের সুপার গ্রেডে নিয়ে আসার প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল। কিন্তু এখনও তা বাস্তবায়িত হয়নি। নতুন করে প্রত্যয় স্কিম চালু করে শিক্ষকদের ক্ষতি করা হচ্ছে। এভাবে দেশকে মেধাশূন্য করার চেষ্টা করা হচ্ছে। আমরা কুমিল্লা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি এই পেনশন স্কিম প্রত্যাখ্যান করছি।"
মানববন্ধনে আরও অনেক শিক্ষক অংশগ্রহণ করেন এবং বক্তব্য রাখেন।
মন্তব্য করার জন্য লগইন করুন!