আব্দুল্লাহ, কুবি প্রতিনিধি:
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের এক মেয়ে শিক্ষার্থীকে উত্যক্ত করায় উপস্থিত শিক্ষার্থীরা উত্যক্তকারীকে মারধর করেছে। বুধবার (২৪ জানুয়ারি) বিশ্ববিদ্যালয়ের লাল বাস রাখার স্থানে উত্যক্তের ঘটনা ঘটে।
উত্যক্তকারী যুবকের নাম মাজহারুল ইসলাম অনিক৷ সে সালমানপুরের স্থানীয় বাসিন্দা। এবং নিজেকে কুমিল্লা ভিক্টোরিয়ার একজন শিক্ষার্থী বলে দাবি করেছে।
প্রত্যক্ষদর্শীদের থেকে জানা যায়, 'পাঁচটার বাস ধরার জন্য শিক্ষার্থীরা কেন্দ্রীয় খেলার মাঠ সংলগ্ন
বাস রাখার স্থানে জড়ো হয়। এ সময় বহিরাগত অনিক শিক্ষার্থীদের বাসে উঠে এক মেয়ে শিক্ষার্থীকে উত্যক্ত করে। এ সময় মেয়ে শিক্ষার্থী বিষয়টি সহপাঠীদের জানালে তারা বাস রাখার স্থানে আসে। এরপর বহিরাগত অনিককে ঘটনাস্থল থেকে নিয়ে বঙ্গবন্ধু হলের দিকে আসলে এক শিক্ষার্থীর শার্টের কলারে ধরে হুমকি দিতে থাকে। এ সময় শিক্ষার্থীরা উত্তেজিত হয়ে যায়। পরবর্তীতে উত্তেজিত শিক্ষার্থীরা তাকে মারধর করে। মারধরের পর শিক্ষার্থীরা উত্যক্তকারীকে ছেড়ে দেয়। পরবর্তীতে প্রক্টরিয়াল বডি ঘটনাস্থলে উপস্থিত হয়।'
এ ব্যাপারে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলের প্রাধ্যক্ষ সহযোগী অধ্যাপক মো. তোফায়েল হোসেন মজুমদার বলেন, 'এরকম বিষয় কোনোভাবেই কাম্য নয়। প্রক্টরিয়াল বডিকে বিষয়টি অবগত করা হয়েছে। প্রক্টরিয়াল বডি যথাযথ ব্যবস্থা নিবে।'
বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড. কাজী ওমর সিদ্দিকী বলেন, 'শিক্ষার্থীরা তাদের জায়গা থেকে বিষয়টি সমাধান করে ফেলেছে কিন্তু ভবিষ্যতের কথা চিন্তা করে পুলিশ প্রশাসনের সাথে কথা বলে তার বিরুদ্ধে একটি অভিযোগ করে রাখব। পরবর্তীতে যেনো কোনো সমস্যা না হয়।'
মন্তব্য করার জন্য লগইন করুন!