কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) পরিসংখ্যান বিভাগের প্রয়াত শিক্ষক শাহ একলিমুর রেজা আরাফাতের মৃত্যুতে অবহেলার অভিযোগ এনে ছয় দফা দাবিতে মানববন্ধন করেছিল বিভাগের শিক্ষার্থীরা। সে সময় প্রয়াত শিক্ষকের নামে একটি ল্যাবের নামকরণ করার প্রতিশ্রুতি দিয়েছিল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ এফ এম আবদুল মঈন।
প্রতিশ্রুতি অনুযায়ী পরিসংখ্যান বিভাগের ৪র্থ তলার ল্যাব-২ এর নামকরণের অনুমতি দিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। গতকাল বৃহস্পতিবার (১৭ আগস্ট) রেজিস্টার ( ভারপ্রাপ্ত) মোঃ আমিরুল হক চৌধুরী স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত হওয়া গিয়েছে।
মন্তব্য করার জন্য লগইন করুন!