ইসলামি আরবি বিশ্ববিদ্যালয় (ইআবি) তে ড. মুহাম্মদ আব্দুর রশিদ ভাইস চ্যান্সেলর হিসেবে নিয়োগের ১ (এক) বছর পূর্ণ আজ। যোগদান করেন ৫ এপ্রিল'২৩ তারিখ। যোগদানের পর থেকেই বিশ্ববিদ্যালয় শিক্ষার মান উন্নয়ন, গবেষণা, সেশনজট নিরসন ও মাদরাসা শিক্ষা আধুনিকায়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন।
বিগত বছরের ৪ এপ্রিল '২৩ তারিখে তৎকালীন মহামান্য রাষ্ট্রপতি ও চ্যান্সেলর আব্দুল হামিদ এর অনুমোদনক্রমে ইসলামি আরবি বিশ্ববিদ্যালয় আইন, ২০১৩ এর ১১(১) ধারা অনুসারে ড. মুহাম্মদ আব্দুর রশীদ, অধ্যাপক ইসলামিক স্টাডিজ বিভাগ, ঢাকা বিশ্ববিদ্যালয়-কে ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর পদে নিয়োগ প্রদান করা হয়।
অধ্যাপক ড. আব্দুর রশিদ যোগদানের শুরু থেকেই বিশ্ববিদ্যালয় শিক্ষার মান উন্নয়ন, গবেষণা,আধুনিকায়ন, আবসন ব্যাবস্থার উন্নয়ন ও শিক্ষক-শিক্ষার্থীবান্ধব বেশকিছু নীতিমালা প্রনয়ণ করেন। এরই ধারাবাহিকতায় বিশ্ববিদ্যালয় পরিচালনার স্বার্থে রেজিস্ট্রার, পরীক্ষা নিয়ন্ত্রক, পরিচালক অর্থ ও হিসাব পরিচালক পরিকল্পনা ও উন্নয়ন (পিডি) লিয়েন, প্রেষণ ও চুক্তিভিত্তিক নিয়োগ।
ফাজিল ও কামিল মাদরাসার অধ্যক্ষগণের সাথে মতবিনিময় সভার আয়োজন, আরবি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীগনের চাকুরি সংবিধি-২০২৩ (দ্বিতীয় সংব), অধিভুক্ত ফাজিল ও কামিল মাদরাসাসমূহের একাডেমিক গবেষণা ও আঞ্চলিক কেন্দ্র পরিচালনা এবং পরীক্ষা পরিচালনা সংক্রান্ত বিধি-২০২৩, মাদরাসাসমূহের প্রাথমিক পাঠদান, অধিভুক্তি, অধিভুক্ত নবায়ন, অধিভুক্তি বাতিল এবং গভনিং বডি ও এ্যাডহক কমিটি সংক্রান্ত তৃতীয় সংবিধি-২০২৩, ইআবি অধিভুক্ত বেসরকারি মাদরাসা শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীগণের চাকরির শর্তাবলি সাংক্রান্ত প্রবিধান-২০১৯ (সংশোধিত ২০২৩), ইআবি পরিবহন (নীতিমালা) এবং আঞ্চলিক কেন্দ্র পরিবহন (নীতিমালা) সংক্রান্ত প্রবিধান-২০২৩, ইআবি আর্থিক প্রবিধান-২০২২ (সংশোধিত-২০২৩), মাস্টার অব ফিলোসফি (এম.ফিল) ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়-২০২২ (সংশোধিত- ২০২৩),ডক্টর অব ফিলোসফি (পি.এইচ.ডি), ইআবি রেগুলেশন-২০২২ (সংশোধিত ২০২৩), ইআবি জার্নাল প্রবিধান-২০২২ (সংশোধিত-২০২৩),রেস্ট হাউজ নীতিমালা সংক্রান্ত প্রবিধান-২০২৩, দ্রুততম সময়ে ৫ (পাঁচ) বার সিন্ডিকেট মিটিং করা-২০২৩,দ্রুততম সময়ে এ্যাকাডেমিক কাউন্সিল, শৃংখলা কমিটি, প্রাক বাজেট সভা, পরিকল্পনা ও উন্নয়ন কমিটির সভা, এপিএ (বার্ষিক কর্মসম্পাদন চুক্তি) সভা, সমন্বয় সভা,-২০২৩ অনুষ্ঠিত হয়, বিশ্ববিদ্যালয়ের স্থায়ী ক্যাম্পাসের প্রাচীর নির্মাণ কাজের শুভ উদ্ভোধন-২০২৩, মাদরাসার অধ্যক্ষ ও শিক্ষকদের বিশ্রামের জন্য বিশ্ববিদ্যালয়ের ২য় তলায় অতিথি কক্ষ নির্মাণ- ২০২৩, ইউজিসি এবং ইআবি এর যৌথ উদ্যোগে ডি-নথির ব্যবহার ও বাস্তবায়ন বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা-২০২৩, সেশনজট নিরশনের লক্ষ্যে ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়ের অধীনে পরিচালিত ফাজিল ও কামিল মাদরাসাসমূহের প্রতিকূল পরিস্থিতিতে অনলাইন শিক্ষা কার্যক্রম চালু রাখার প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করেন।
উল্লেখ্য, অধ্যাপক ড. মুহাম্মদ আব্দুর রশীদ বাংলাদেশ টেলিভিশন, বাংলাভিশনসহ বেসরকারি টেলিভিশনের ইসলামি আলোচক। তিনি ইসলামিক স্টাডিজ বিভাগ,ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক চেয়্যারমান এবং কবি জসীম উদ্দিন হলের সাবেক প্রভোস্ট। ইসলামিক স্টাডিজ বিভাগের অ্যালামনাই অ্যাসোসিয়েশনের প্রতিষ্ঠাতা সভাপতি । প্রফেসর আব্দুর রশীদ বাংলাদেশ এশিয়াটিক সোসাইটি, ইতিহাস পরিষদ ও বাংলা একাডেমির আজীবন সদস্য। এছাড়া কুষ্টিয়া ইসলামি বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সদস্য। জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কাউন্সিলর, ইসলামিক আরবি বিশ্ববিদ্যালয়ের এফিলিয়েশন অ্যান্ড অর্ডিন্যান্স কমিটির সদস্য, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের ইনিস্টটিউশনাল রিভিউ বোর্ড, আইসিডিডিআরবি’র এথিক্যাল রিভিউ কমিটি (ইসিআর), আইইডিসিআর এর সদস্য।
এছাড়াও সোনালী ব্যাংক, অগ্রণী ব্যাংক, প্রাইম ব্যাংক, শাহজালাল ইসলামী ব্যাংক, হজ্ব ফাইন্যান্স কো. লি. এর শরিয়া সুপারভাইজারি কমিটির সদস্য। ইনস্টিটিউটশনাল রিভিউ বোর্ড, ইউজিসি কর্তৃক কওমি মাদ্রাসার স্বীকৃতির জন্য গঠিত আল-হাইয়াতুল উলিয়া›র নীতিমালা প্রণয়ন কমিটির সদস্য হিসেবেও দায়িত্ব পালন করেছেন অধ্যাপক ড. আব্দুর রশীদ।
মন্তব্য করার জন্য লগইন করুন!