জাহাঙ্গীর আলম প্রধানঃ মতলব দক্ষিণ উপজেলার কর বন্ধ আল-আমীন দাখিল মাদ্রাসাটির ভবন সংকটের কারণে শ্রেনী কক্ষের পাঠদান করতে ব্যাহত হচ্ছে। জানা এ মাদ্রাসায় শিক্ষক রয়েছে ১১ জন, কর্ম চারি রয়েছে ৩ জন।শিক্ষার্থী রয়েছে ৪০৩ জন, বরাবরই এ মাদ্রাসার পড়া লেখার মান ভালো। প্রতি বছর ই ছাএ ছাএীরা ভালো ফলাফল অর্জন করে। মাদ্রাসার সুপার তাজুল ইসলাম বলেন, ভবন সংকট এর কারনে শিক্ষার্থীদের পাঠ দান ব্যাহত হচ্ছে আমাদের এত দিন জায়গার সমস্যা ছিলো জায়গা ভরাট করা হয়েছে। টিনের ঘর ভেঙ্গে রয়েছে, বর্তমান সভাপতি মো,আঃ হকের ওইকান্তিক প্রচেষ্টায় দু তলা ভবনের কিছু কাজ করা হচ্ছে। অর্থের অভাবে বাকি কাজ করা যাচ্ছে না। মাননীয় প্রধানমন্ত্রী ও শিক্ষামন্ত্রীর কাছে আমাদের আকুল আবেদন একটি ভবন করে দেওয়ার জন্য জোর দাবি জানাচ্ছি।
লগইন
করবন্ধ এলাকার আল-আমীন দাখিল মাদ্রাসাটির ভবন সংকট,পাঠদান ব্যাহত
মন্তব্য করার জন্য লগইন করুন!