মনজিদ আলম শিমুল, দিনাজপুর প্রতিনিধি।।
বৈধভাবে নিয়োগপ্রাপ্ত হয়েও এমপিও ভুক্ত হতে পারছেনা ৩৫০০ জন শিক্ষক।
৩২ বছরের বৈষম্য অবসান কল্পে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত বেসরকারি কলেজসমূহে বিধি মোতাবেক নিয়োগপ্রাপ্ত ও নিয়মিত কর্মরত ৩৫০০ জন অনার্স-মাস্টার্স শিক্ষককে এমপিও ভুক্ত করার দাবীতে মানব বন্ধন করেছে বঞ্চিত শিক্ষক ও শিক্ষিকারা।
বুধবার সকাল ১১টায় দিনাজপুর প্রেসক্লাবের সামনের সড়কে বাংলাদেশ বেসরকারি কলেজ অনার্স-মাস্টার্স শিক্ষক ফেডারেশন দিনাজপুর জেলা শাখার ব্যানারে ঘন্টাব্যাপী মানব বন্ধনে ভুক্তভোগীরা বলেন ডিগ্রীপাশ তৃতীয় পদেও শিক্ষকগন জনবলকাঠামো ও এমপিওনীতিমালায় অর্ন্তভুক্তি হলেও অনার্স-মাস্টার্স কোর্সে শিক্ষগনকে জনবলকাঠামোভুক্ত না হওয়ার অদৃশ্য কারন জানতে চান আন্দোলনকারীরা। বৈধভাবে নিয়োগপ্রাপ্ত শিক্ষক হিসেবে এমপিওভুক্তি দাবী জানিয়েছেন প্রধান উপদেষ্টার কাছে।
মানববন্ধনে বক্তব্য রাখেন
সাধারণ সম্পাদক কেন্দ্রীয় কমিটি
মেহেরাব আলী, বাংলাদেশ বেসরকারি কলেজ অনার্স-মাস্টার্স শিক্ষক ফেডারেশন, দিনাজপুর জেলা শাখার সভাপতি মাহাদেব শর্মা,সাধারন সম্পাদক এনামুল হক,আঞ্চলিক সমন্বয়ক রংপুর শামীম পারভেজ
প্রভাষক কেবিএম কলেজ বন্দে আলী মিয়া,
আদর্শ মহাবিদ্যালয় দিনাজপুর
নিলুফার ইয়াসমিন, প্রমুখ।
মন্তব্য করার জন্য লগইন করুন!