ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়ের (ইআবি) শিক্ষার্থীদের জন্য দুটি আনন্দের খবর। প্রথমত, তারা এখন থেকে মূল সনদ পেতে যাচ্ছেন। দ্বিতীয়ত, বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ প্রথমবারের মতো সমাবর্তন আয়োজনের আশ্বাস দিয়েছে।
আজ ২২শে মে, ইআবি ভিসি অধ্যাপক ড. মুহাম্মদ আব্দুর রশীদের সভাপতিত্বে ১৭তম একাডেমিক কাউন্সিলের সভা শেষে দেশের শীর্ষ প্রতিষ্ঠানের অধ্যক্ষদের হাতে মূল সনদ হস্তান্তর করা হয়।
ইতোমধ্যে ফাজিল, কামিল, অনার্স এবং মাস্টার্স সমাপ্তকারী বেশ কয়েকটি ব্যাচের শিক্ষার্থী মূল সনদ পাবেন।
এর আগে, বিশ্ববিদ্যালয় শুধুমাত্র সাময়িক সনদ প্রদান করত।
নিয়োগের বছর পেরোতেই ইআবি ভিসি অধ্যাপক ড. মুহাম্মদ আব্দুর রশীদের নেতৃত্বে শিক্ষার্থীদের এই দীর্ঘদিনের অপেক্ষার অবসান হচ্ছে।
ইআবি ভিসি ড. মুহাম্মদ আব্দুর রশীদ আশ্বাস দিয়েছেন যে বিশ্ববিদ্যালয় শীঘ্রই প্রথমবারের মতো সমাবর্তন অনুষ্ঠানের আয়োজন করবে।
তিনি আলিয়া মাদ্রাসার অধ্যক্ষ, শিক্ষক, শিক্ষার্থী এবং সকলের সহযোগিতা কামনা করেছেন।
২০১৫ সালে প্রতিষ্ঠিত ইআবি তাদের শিক্ষার্থীদের এতদিন ধরে মূল সনদের পরিবর্তে সাময়িক সনদ প্রদান করে আসছিল।
এই খবরটি ইআবি শিক্ষার্থীদের জন্য একটি বড় আনন্দের। মূল সনদ তাদের শিক্ষাগত যোগ্যতার স্বীকৃতি এবং ভবিষ্যতের কর্মসংস্থানের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। সমাবর্তন অনুষ্ঠান বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও শিক্ষকদের জন্য একটি গৌরবের মুহূর্ত হবে।
মন্তব্য করার জন্য লগইন করুন!