বরগুনার আমতলী উপজেলায় ছাত্রদলের বিক্ষোভ মিছিলে পেট্রোল বোমা বিস্ফোরণের ঘটনা ঘটেছে। মঙ্গলবার (২২ অক্টোবর) রাত সাড়ে ৮টার দিকে আমতলী উপজেলা পরিষদ রোডের হারিকেন চত্বরে এ বিস্ফোরণ ঘটে, যেখানে ছাত্রদলের ছয়জন নেতাকর্মী আহত হয়েছেন।
প্রত্যক্ষদর্শীদের বরাতে জানা গেছে, আমতলী সরকারি কলেজের সামনে থেকে ছাত্রদল একটি বিক্ষোভ মিছিল শুরু করে। মিছিলটি কার্তিক মণ্ডলের বাড়ির সামনে পৌঁছালে ৭-৮ জন মুখোশধারী দুর্বৃত্ত রাস্তার পাশ থেকে পেট্রোল বোমা ছুঁড়ে বিস্ফোরণ ঘটায় বলে দাবি করেছেন উপজেলা ছাত্রদলের সদস্য সচিব ইমরান খান।
পেট্রোল বোমা বিস্ফোরণের ঘটনায় আহতদের তাৎক্ষণিকভাবে উদ্ধার করা হয়। পরে পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে একটি ব্যাগে থাকা আটটি পেট্রোল বোমা উদ্ধার করেছে।
আমতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আরিফুল ইসলাম আরিফ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, "আমরা ঘটনাস্থল থেকে বেশ কয়েকটি পেট্রোল বোমা উদ্ধার করেছি। অভিযোগ পেলে যথাযথ আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
এএসপি (আমতলী-তালতলী) সার্কেল মো. রুহুল আমিন জানান, "বিস্ফোরণের খবর পাওয়ার পর আমরা ঘটনাস্থলে পৌঁছে বোতলের ভাঙা অংশ দেখতে পাই। বিষয়টি তদন্তাধীন রয়েছে।"
মন্তব্য করার জন্য লগইন করুন!