খুব শিগগিরই দেশে ফিরবেন বলে জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বিবিসি বাংলাকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, কিছু সংগত কারণে এখনো দেশে ফেরা সম্ভব হয়নি, তবে সময় এসে গেছে।
সোমবার (৬ অক্টোবর) সকালে বিবিসি বাংলার ভেরিফায়েড ফেসবুক পেজে প্রকাশিত সাক্ষাৎকারটির প্রথম পর্বে তারেক রহমান দেশে ফেরা প্রসঙ্গে এসব মন্তব্য করেন।
তিনি বলেন, “রাজনীতি যখন করি, আমি একজন রাজনৈতিক কর্মী হিসেবে নির্বাচনের সঙ্গে জড়িত থাকা স্বাভাবিক। জনগণ যে প্রত্যাশিত নির্বাচন চায়, সেই নির্বাচনের সময় জনগণের সঙ্গে, জনগণের মাঝেই থাকব ইনশাআল্লাহ।”
জুলাই আন্দোলন নিয়ে তারেক রহমান বলেন, “আমি নিজেকে কখনোই মাস্টারমাইন্ড হিসেবে দেখি না। এই আন্দোলন সফল হয়েছে জুলাই মাসে, কিন্তু এর প্রেক্ষাপট তৈরি হয়েছিল বহু আগে থেকে।”
তিনি আরও বলেন, “এই আন্দোলনে সব গণতান্ত্রিক রাজনৈতিক দলের নেতাকর্মী ও সাধারণ মানুষ অংশ নিয়েছেন। মাদরাসাছাত্র, গৃহিণী, কৃষক, শ্রমিক, দোকান কর্মচারী, গার্মেন্টস কর্মী এমনকি অবসরপ্রাপ্ত সামরিক কর্মকর্তারাও মাঠে ছিলেন।”
তারেক রহমান জানান, সাংবাদিকরাও এই আন্দোলনে ভূমিকা রেখেছেন—যারা নির্যাতনের মুখে দেশ ছাড়তে বাধ্য হয়েছিলেন, তারাও যুক্ত হয়েছেন আন্দোলনে।
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের মতে, “এই আন্দোলন কোনো ব্যক্তি বা দলের নয়; এটি বাংলাদেশের গণতন্ত্রকামী জনগণের আন্দোলন। মাস্টারমাইন্ড যদি কাউকে বলা হয়, তবে সেটি হলো জনগণ নিজেই।”
লগইন
সময় এসেছে, ইনশাআল্লাহ দ্রুতই দেশে ফিরব: তারেক রহমান। ছবি সংগৃহীত
মন্তব্য করার জন্য লগইন করুন!