ভোলা থেকে বিশেষ প্রতিনিধি খাইরুল ইসলাম।। ভোলার তিন ইউনিয়নের পাঁচ ছাত্রলীগ নেতাকর্মীকে সাময়িক বহিষ্কার করা হয়েছে। রোববার (২৭ আগস্ট) দিবাগত রাতে ভোলা জেলা ছাত্রলীগ সভাপতি রাইহান আহমেদ ও সাধারণ সম্পাদক হাসিব মাহমুদের সই করা এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।
বহিষ্কৃতরা হলেন- ভোলা সদর উপজেলার উত্তর দিঘলদী ইউনিয়নের ছাত্রলীগকর্মী মো. মাঈন উদ্দিন মাহিন, দৌলতখান উপজেলার সৈয়দপুর ইউনিয়নের ছাত্রলীগর যুগ্ম সাধারণ সম্পাদক মিরাজ আহম্মেদ, কর্মী অর্ণব রাজ, বোরহানউদ্দিন উপজেলার কাচিয়া ইউনিয়নের যুগ্ম আহ্বায়ক মাসুম হাওলাদার একই উপজেলার টবগী ইউনিয়নের যুগ্ম আহ্বায়ক সেজান মাহমুদ পলাশ।
ভোলা জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক হাসিব মাহমুদ হিমেল জানান,ওই পাঁচ নেতাকর্মীকে সংগঠনের নীতি ও আদর্শ পরিপন্থী কার্যকলাপে লিপ্ত থাকার অভিযোগে সাময়িক বহিষ্কার করা হয়েছে।
উল্লেখ্য,চলতি মাসে একই অভিযোগে ভোলা জেলা শাখা ছাত্রলীগের আওতাধীন বিভিন্ন ইউনিটের ২ ধাপে ১০ নেতাকর্মীকে বহিষ্কার করেছে ভোলা জেলা শাখা ছাত্রলীগ।
মন্তব্য করার জন্য লগইন করুন!