বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান জনগণকে নিরাপদে এবং নিশ্চিন্তে ভোট দেওয়ার পরিবেশ তৈরির দাবি জানিয়েছেন। তিনি বলেন, "ভোট হতে হবে, যাকে ইচ্ছা ভোট দিবে, যাকে ইচ্ছা না দিবে, তবে ভোট হতে হবে।"
রোববার (১০ নভেম্বর) বিএনপির অঙ্গসংগঠন জাতীয়তাবাদী কৃষক দলের কর্মসূচি উদ্বোধন এবং আলোচনা সভায় তিনি এই কথা বলেন। লন্ডন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে বক্তব্য রাখেন তারেক রহমান।
তিনি আরও বলেন, “ভোটের স্বাধীনতা নিশ্চিত করতে হবে, যাতে জনগণ নিরাপদে সারিতে দাঁড়িয়ে ভোট দিতে পারে। কোনো ভয়ভীতি থাকবে না, দিনের আলোতে ভোট হতে হবে, ডামি নির্বাচন চলবে না।”
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেন, "এই ভোটের স্বাধীনতা না থাকলে দেশের গণতান্ত্রিক ব্যবস্থা প্রতিষ্ঠিত হবে না, আর কৃষকের সমস্যা সমাধান হবে না।" তিনি কৃষকদের মাঠপর্যায়ে সংগঠিত হওয়ারও নির্দেশনা দেন।
কৃষক দলের সভাপতি হাসান জাফিরের সভাপতিত্বে এবং বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের উপস্থিতিতে অনুষ্ঠিত এই সভায় তারেক রহমান দেশের বর্তমান কৃষি পরিস্থিতি নিয়ে বিস্তারিত আলোচনা করেন।
এদিকে, আগামী তিন মাস দেশের বিভিন্ন ইউনিয়ন পর্যায়ে কৃষক সমাবেশ আয়োজনের কর্মসূচি নিয়েছে বিএনপির কৃষক দল।
মন্তব্য করার জন্য লগইন করুন!