ঈদুল ফিতরকে সামনে রেখে আগাম ট্রেনের টিকিট বিক্রি শুরু করেছে বাংলাদেশ রেলওয়ে।
বৃহস্পতিবার (২৮ মার্চ) সকাল ৮টায় বিক্রি শুরু হয়েছে আগামী ৭ এপ্রিলের আন্তঃনগর ট্রেনের অগ্রিম টিকিট।
ঈদ উপলক্ষে আগামী ৩ এপ্রিল থেকে ট্রেনে যাত্রা শুরু হবে।
এর আগে ২৪ মার্চ বিক্রি হয়েছে ৩ এপ্রিলের টিকিট। ২৫ মার্চ বিক্রি হয় ৪ এপ্রিলের, ২৬ মার্চে দেয়া হয় ৫ এপ্রিলের এবং ২৭ মার্চ দেয়া হয় ৬ এপ্রিলের টিকিট।
ফিরতি টিকিট মিলবে ৩ এপ্রিল থেকে। ৩ এপ্রিল পাওয়া যাবে ১৩ এপ্রিলের টিকিট। যথাক্রমে ১৪, ১৫, ১৬, ১৭, ১৮ ও ১৯ এপ্রিলের টিকিট পাওয়া যাবে পর্যায়ক্রমে ৪, ৫, ৬, ৭, ৮ ও ৯ এপ্রিল পর্যন্ত।
টিকিট কেনার উপায়:
অনলাইনে:
বাংলাদেশ রেলওয়ের ওয়েবসাইট: URL Bangladesh Railway website
শেবা.বিডি: URL Sheba.bd
রেল শীঘ্র: URL Rail Sheba
রেলওয়ে স্টেশনের কাউন্টার থেকে:
যেকোনো স্থানের যেকোনো ট্রেনের টিকিট
টিকিট কেনার জন্য প্রয়োজনীয় কাগজপত্র: জাতীয় পরিচয়পত্র (NID), পাসপোর্ট (বিদেশী যাত্রীদের জন্য)
টিকিটের দাম: শ্রেণী অনুযায়ী
মন্তব্য করার জন্য লগইন করুন!