আজ উপমহাদেশের বিনোদন জগতের কিংবদন্তি অভিনেতা কমল হাসানের ৭০তম জন্মদিন। ছোটবেলার সাদা-কালো একটি ছবি শেয়ার করে তাঁকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছেন তাঁর মেয়ে, অভিনেত্রী শ্রুতি হাসান। সামাজিক যোগাযোগমাধ্যমে ছবিটি পোস্ট করে শ্রুতি লিখেছেন, “শুভ জন্মদিন বাবা।”
কমল হাসান মাত্র পাঁচ বছর বয়সে চলচ্চিত্রে অভিনয় শুরু করেন। বিমসিং পরিচালিত তামিল ছবি ‘কালাথুর কান্নাম্মা’তে শিশুশিল্পী হিসেবে অভিনয় করে জিতে নেন জাতীয় পুরস্কার। সেই শুরু, তারপর থেকে তিনি উপহার দিয়েছেন অসংখ্য স্মরণীয় চলচ্চিত্র। তার অভিনীত জনপ্রিয় কিছু চলচ্চিত্রের মধ্যে রয়েছে ‘অপূর্ব রাগাঙ্গাল’, ‘মুন্দ্রাম পিরাই’, ‘হে রাম’, ‘দশাবথারাম’, যা ভারতীয় চলচ্চিত্রে নতুন মাত্রা যোগ করেছে।
কমল হাসানের অভিনয়জীবন শুরু হয়েছিল প্রখ্যাত তামিল পরিচালক বালাচন্দরের সহকারী হিসেবে কাজ করার মাধ্যমে। পরে ১৯৭৫ সালে ‘অপূর্ব রাগাঙ্গাল’ চলচ্চিত্রে একজন বিদ্রোহী যুবকের চরিত্রে অভিনয় করে ব্যাপক জনপ্রিয়তা লাভ করেন তিনি। সেই থেকে শুরু হয় তার তারকাখ্যাতির যাত্রা।
বলিউডেও তার অভিনীত প্রথম হিন্দি ছবি ‘এক দুজে কে লিয়ে’ ব্যাপক জনপ্রিয় হয়।
শুধু অভিনয়ে নয়, পরিচালনাতেও দক্ষতার পরিচয় দিয়েছেন কমল হাসান। ‘চাচি ৪২০’ ছবির মাধ্যমে তিনি প্রথম পরিচালনায় আসেন। এরপর ‘হে রাম’, ‘ভিরুমান্দি’, ‘বিশ্বরূপম’সহ একাধিক ব্লকবাস্টার সিনেমার নির্মাতা হিসেবে নিজের দক্ষতা প্রমাণ করেন। তিনি একজন গায়ক ও গীতিকারও। তার গাওয়া ‘জাগো গোরি’ ও ‘ওহ হো সানাম’ গানগুলো জনপ্রিয়তা পায়। এছাড়া ‘হে রাম’ সিনেমার তামিল সংস্করণে দু’টি গানের কথাও লিখেছেন তিনি।
২০১৮ সালে রাজনীতিতে যোগ দেন কমল হাসান। তাঁর মেয়ে শ্রুতি হাসানেরও ছয় বছর বয়সে বাবার একটি তামিল ছবিতে গান গাওয়ার সুযোগ হয়। বাবা কমল হাসানের ইচ্ছা ছিল মেয়েটি বড় হয়ে সংগীতশিল্পী হবে, যদিও পরে তিনি অভিনয় জগতে পা রাখেন।
কমল হাসানের জীবনের এই অর্জনসমূহ তাঁকে উপমহাদেশের অন্যতম প্রভাবশালী এবং গুণী অভিনেতায় পরিণত করেছে। ৭০তম জন্মদিনে তাকে নিয়ে ভক্তদের আবেগ আরও উজ্জ্বল হয়ে উঠেছে।
মন্তব্য করার জন্য লগইন করুন!