একদিকে ক্যারিয়ারে দারুণ সাফল্য, অন্যদিকে ব্যক্তিজীবনে টানাপোড়েন—এই দুইয়ের দোলাচলে সময় কাটছে দক্ষিণী ও বলিউড তারকা তামান্না ভাটিয়ার। সম্প্রতি মুম্বাইয়ের ঐতিহ্যবাহী গেইটি থিয়েটারে অনুষ্ঠিত হলো তাঁর নতুন ছবি ‘ওডেলা ২’-এর ট্রেলার উন্মোচন অনুষ্ঠান। সেখানেই তিনি খোলাখুলিভাবে কথা বললেন জীবনের কঠিন সময় নিয়ে।
বিজয় ভার্মার সঙ্গে সম্পর্ক ভাঙনের গুঞ্জন নিয়ে যখন বলিপাড়ায় চলছে জোর আলোচনা, ঠিক তখনই ব্যক্তিগত কষ্টগুলো নিয়ে সরাসরি মুখ খোলেন এই জনপ্রিয় অভিনেত্রী।
সাংবাদিকদের প্রশ্নের জবাবে তামান্না বলেন,
“জীবনে কঠিন সময় আসবেই। আমরা তখন বাইরে কিছু খুঁজতে যাই, কিন্তু আসলে আমাদের সব সমস্যার উত্তর লুকিয়ে আছে আমাদের ভেতরেই।”
এদিন 'ওডেলা ২'-এর হাড় হিম করা ট্রেলার দেখার পর এক পাপারাজ্জি মজা করে জানতে চান, বাস্তবে কার ওপর তন্ত্রমন্ত্র চালাতে চান তিনি? হাসতে হাসতে তামান্না জবাব দেন,
“তাহলে তো আপনাদের (পাপারাজ্জি) ওপরই করতে হবে! যেন সবাই আমার কথা শুনে!”
ছবিটির শুটিংয়ের সময়কার অভিজ্ঞতা শেয়ার করতে গিয়ে পরিচালক অশোক তেজা বলেন, পুরো শুটিং জুড়ে তামান্না মাংস খাওয়া বন্ধ রেখেছিলেন, এমনকি একবারও জুতা পরেননি। নিজেই জানান, ‘এই চরিত্রের জন্য আমি মেকআপ পর্যন্ত করিনি।’
‘ওডেলা ১’ হিন্দিতে মুক্তি না পেলেও দ্বিতীয় পর্বটি হিন্দি ভাষায়ও আসছে। এ প্রসঙ্গে তামান্নাকে প্রশ্ন করা হলে তিনি বলেন,
“একটা সিনেমা কখনোই একজনের কারণে চলে না। পুরো টিমের কৃতিত্ব এটা।”
১৭ এপ্রিল মুক্তি পেতে চলেছে ‘ওডেলা ২’। আধিভৌতিক ঘরানার এই ছবিটি তেলেগুর পাশাপাশি হিন্দিতেও মুক্তি পাবে।
মন্তব্য করার জন্য লগইন করুন!