আবুহানিফ বিন সাঈদ, হবিগঞ্জ::
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে প্রচার প্রচারণায় ব্যস্ত সময় পার করছেন হবিগঞ্জ-২ আসনে বাংলাদেশ কংগ্রেস মনোনীত প্রার্থী এ্যাড.জিয়াউর রশিদ (ডাব মার্কা)।
তিনি বিডিসিএনকে বলেন, আমি সবসময় কাজে বিশ্বাসী। আশা করি, কাজের মাধ্যমেই সব কিছু প্রমাণ করবো। আমাকে আপনাদের কাছে পাঠানো হয়েছে, ডাব মার্কাকে জয়ী করার দায়িত্ব বানিয়াচং -আজমিরীগঞ্জ বাসীর।
তিনি আরও বলেন, নিজের জায়গা থেকে সর্বোচ্চ চেষ্টা করবো। তবে সবার সহযোগিতা ছাড়া সামনে এগিয়ে যাওয়া সম্ভব নয়। সকলের সমর্থন যেহেতু আছে, এতে ভোটারদের কেন্দ্রে আনতে এবং ডাবকে বিজয়ী করতে খুব বেশি সমস্যা হবে না বলে মত প্রকাশ করেন এই প্রার্থী। বানিয়াচং -আজমিরীগঞ্জ উপজেলাকে বাংলাদেশের মধ্যে মডেল উপজেলায় রূপান্তর করার আশাবাদও ব্যক্ত করেন তিনি।
মন্তব্য করার জন্য লগইন করুন!