চাঁদপুর শাহরাস্তি উপজেলার বলশিদ গ্রামের দক্ষিণ পাড়ায় অবস্থিত মজুমদার বাড়িতে ঈদের আনন্দ উদযাপন করা হয়েছে ভিন্ন মাত্রায়। ঐতিহ্যবাহী সামাজিক সংগঠন "আলোকিত সমাজ চাই"-এর উদ্যোগে আয়োজিত এই অনুষ্ঠানে মজুমদার বাড়ির ৩০ টি পরিবারের ১৫০ জনেরও বেশি মানুষ অংশগ্রহণ করেন।
আনন্দমুখর অনুষ্ঠানে বিভিন্ন প্রতিযোগিতা, খেলাধুলা ও পুরস্কার বিতরণের মাধ্যমে ঈদের আনন্দ আরও বর্ণিল করে তোলা হয়েছিল।
লেকচারার আব্দুল্লা আল মামুন মজুমদার: বর্তমান সময়ে সামাজিক সম্প্রীতি হারিয়ে যাওয়ার বিষয়ে উদ্বেগ প্রকাশ করে তিনি বলেন, "আমরা এই বন্ধন রক্ষায় বদ্ধপরিকর। যুবসমাজকে কাজে লাগিয়ে আগামীর সুন্দর বাংলাদেশ গড়ে তোলার জন্য সকলকে এগিয়ে আসতে হবে।"
ট্রাভেলার শিহাব মজুমদার: ঈদের আনন্দ উদযাপনের মাধ্যমে বাড়ির কাছের দূরের মানুষদের একত্রিত করা এবং ভ্রাতৃত্ববোধ তৈরি করা এই অনুষ্ঠানের প্রধান উদ্দেশ্য বলে তিনি জানান। তিনি আরও বলেন, "আয়োজনের সকল রান্নার কাজ আমরা নিজেরাই করে থাকি। এই কাজে বাড়ির সকলেই আনন্দের সাথে অংশগ্রহণ করেন।"
জয় বাংলা এওয়ার্ড প্রাপ্ত নাজমুল হক জুয়েল মজুমদার: "আমরা নিয়মিত সামাজিক কাজ করে থাকি। এখানে আমরা বড়দের সম্মান ও ছোটদের স্নেহ করি এবং এই শিক্ষা ছোটদের মধ্যে বিতরণ করার চেষ্টা করি।"
মাওলানা মোহাম্মদ আনিসুর রহমান শাকিল মজুমদার: "এই বাড়ি অনেক বড় বড় আলেম-বুজুর্গ ও জ্ঞানী-গুণীদের বাড়ি। আমাদের ঐতিহ্য ইতিহাস বহু পুরনো। আমরা এই ঐতিহ্য আরও মজবুত করতে চাই।"
মাষ্টার মাওলানা সালাউদ্দীন: "ঈদের আনন্দকে সঠিকভাবে ব্যবহারের মাধ্যমে আমরা বাড়ির ছোট বাচ্চাদের আনন্দ দিয়েছি এবং বোন-ভগ্নিপতি ও ভাগিনা ভাগনিদের মন জয় করেছি। সকলকে পুরস্কার দেওয়ার চেষ্টা করা হয়েছে।"
শহীদুল্লাহ্ মাষ্টার: "সামাজিক অবক্ষয় রোধ, মাদক, বাল্যবিবাহ ও শিশুদের মানসিক বিকাশের জন্য এই ধরণের অনুষ্ঠান যথার্থ। এছাড়াও সামাজিক বন্ধন দৃঢ় করতেও এই ধরণের উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন
করে।"
মন্তব্য করার জন্য লগইন করুন!