ঢালিউডের জনপ্রিয় চিত্রনায়িকা পরীমনির সঙ্গে তরুণ গায়ক শেখ সাদীর সম্পর্ক ঘিরে এখন চর্চা তুঙ্গে। সম্প্রতি আদালতে পরীমনির মামলায় জামিনদার হয়ে সবার নজরে আসেন শেখ সাদী। এরপর নিজের ফেসবুক পোস্টে ভালোবাসার ইমোজি দিয়ে লিখলেন, ‘অন্য কোনো মেয়েকে এখন আর আমার ভালো লাগে না। পরী আমার।’ এই পোস্টের পর থেকেই ভক্তদের কৌতূহল আরও বেড়ে যায়।
সাদীর পোস্টে পরীমনির মিষ্টি প্রতিক্রিয়া
শেখ সাদীর এই পোস্টের মন্তব্যের ঘরে পরীমনি নিজেও প্রতিক্রিয়া দিয়েছেন। দরজার আড়াল থেকে উঁকি দেওয়া একটি পুতুলের ইমোজি দিয়ে ছোট্ট মন্তব্য, ‘ওহ!’ পরীমনির এই প্রতিক্রিয়া যেন রহস্য আরও বাড়িয়ে তুলেছে। ভক্তরা নানা মন্তব্যে পোস্ট ভরিয়ে দিয়েছেন। একজন লিখেছেন, ‘তোমাকে শুধু পরীর সাথেই ভালো লাগে।’ আরেকজন লিখেছেন, ‘গান হয়ে যাক এবার, পরীকে নিয়ে!’
আসলেই কি প্রেমের ইঙ্গিত দিয়েছেন সাদী?
এ নিয়ে প্রথম আলোকে দেওয়া এক সাক্ষাৎকারে শেখ সাদী বলেন, ‘এটা আসলে সিরিয়াস কিছু নয়। চ্যাটজিপিটি থেকে মজা করে ক্যাপশন নিয়েছিলাম। ভাবিনি এত আলোচনা হবে।’ হেসে তিনি আরও বলেন, ‘চ্যাটজিপিটি সত্যিই স্মার্ট। তবে প্রত্যেক ছেলেরই মনে হয়, তার জীবনসঙ্গী যেন পরীর মতো হয়।’
কাজের সম্পর্ক নাকি ব্যক্তিগত বন্ধন?
শেখ সাদী জানিয়েছেন, তাদের মধ্যে শুধু কাজের সম্পর্ক। পরীমনির সঙ্গে একটি প্রজেক্টের পরিকল্পনা চলছে। এ ছাড়া তাদের মধ্যে অন্য কোনো সম্পর্ক নেই। তবে ভক্তদের উৎসাহ কিছুতেই কমছে না।
আদালতে সাদীর উপস্থিতি নিয়ে গুঞ্জন
গত ২৭ জানুয়ারি পরীমনি আদালতে আত্মসমর্পণ করলে শেখ সাদী তার জামিনদার হন। সেদিন সকাল থেকে পরীমনির পাশে ছিলেন এই তরুণ গায়ক। তখনই গুঞ্জনের শুরু।
পরীমনির পেজে সাদীর ভিডিও
পরীমনির ফেসবুক পেজে একাধিকবার শেখ সাদীর ভিডিও প্রকাশ পেতে দেখা গেছে। ১৩ জানুয়ারিতে একদিনেই দুটি ভিডিও পোস্ট করেছিলেন পরীমনি। ক্যাপশনে লিখেছিলেন, ‘...পৃথিবীকে জানতে দিয়ো, তুমি এই পৃথিবীর আলো...।’
ভক্তদের প্রতিক্রিয়া
ভক্তরা এই সম্পর্ক নিয়ে নানা মজার মন্তব্য করছেন। কেউ শুভকামনা জানাচ্ছেন, আবার কেউ বলছেন, ‘ভ্যালেন্টাইনস ডে’র আগে নতুন জুটি পেয়ে গেছি!’
শেষ পর্যন্ত কি নতুন প্রেমের গল্প?
গায়ক শেখ সাদী ও চিত্রনায়িকা পরীমনির সম্পর্ক প্রেম না কি শুধুই কাজের, তা সময়ই বলে দেবে। তবে ইতিমধ্যেই এই রহস্যময় সম্পর্ক ঢালিউডে আলোচনার কেন্দ্রবিন্দুতে।
মন্তব্য করার জন্য লগইন করুন!