পরিকল্পনা প্রতিমন্ত্রী মো. শহীদুজ্জামান সরকার মঙ্গলবার জাতীয় প্রেস ক্লাবে এক অনুষ্ঠানে এসব কথা বলেন।
তিনি বলেন, নবম পঞ্চবার্ষিকী পরিকল্পনা তৈরির কাজ শুরু হয়েছে এবং প্রেক্ষিত পরিকল্পনা, পঞ্চবার্ষিকীসহ অন্যান্য পরিকল্পনা অনুযায়ী বাজেট প্রণয়ন করা হবে।
জাতীয় সংসদ সদস্য নাসের শাহরিয়ার জাহেদী অনুষ্ঠানে বলেন, বাজেটে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ, শিক্ষা ও কর্মসংস্থানে নজর দিতে হবে।
র্যাপিড চেয়ারম্যান ড. মোহাম্মদ আবদুর রাজ্জাকের সভাপতিত্বে অনুষ্ঠানে প্যানেল আলোচক ছিলেন ঢাকা চেম্বার অব কর্মাস এন্ড ইন্ডাস্ট্রির (ডিসিসিআই) আশরাফ আহমেদ, জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) সাবেক চেয়ারম্যান আবদুল মজিদ।
মন্তব্য করার জন্য লগইন করুন!