আমান উল্যা আমান:-
প্রতি মাসে বিক্রয় কর্মসূচির অংশ হিসেবে চাঁদপুরের ফরিদগঞ্জ পৌরসভা এলাকায় ডিসেম্বর মাসের জন্য ভর্তুকি মূল্যে পণ্য বিক্রি করেছে সরকারি প্রতিষ্ঠান ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশ (টিসিবি)।
বুধবার (২০ ডিসেম্বর) সকালে টিসিবির কার্ডধারী ২৭৯২ জন নিম্ন আয়ের পরিবারের মাঝে চলতি মাসের পণ্য বিক্রি করা হয়।
টিসিবির কার্ডধারী প্রতিজন ভোক্তাকে ৪৮০ টাকার প্যাকেজ হিসেবে দুই লিটার সয়াবিন তেল, দুই কেজি মসুর ডাল, পাঁচ কেজি চাল ও একটি হ্যান্ড ব্যাগ প্রদান করা হয়।
ফরিদগঞ্জ পৌর এলাকার ভাটিরগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয়, কেরোয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় ও পৌরসভার মাঠে টিসিবি পণ্য বিক্রয়ের উদ্ধোধন করেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও পৌর মেয়র যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা আবুল খায়ের পাটওয়ারী।
এসময় ওয়ার্ড কাউন্সিল মোহাম্মদ হোসেন, ক্যাশিয়ার মো. গিয়াস উদ্দিন, বীর মুক্তিযোদ্ধা আবুস সামাদসহ পৌরসভার বিভিন্ন কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।
মন্তব্য করার জন্য লগইন করুন!