গত এক দশকের মধ্যে চরম অর্থনৈতিক সংকটের মধ্য দিয়ে যাচ্ছে শ্রীলঙ্কা। বিশ্ব ব্যাংকের তথ্য অনুযায়ী, গত বছর দেশটির অর্থনীতি 3.8% সংকুচিত হয়েছে। বৈদেশিক মুদ্রার অভাবে দেউলিয়া হয়ে পড়েছিল দেশটি। যদিও সম্প্রতি বিভিন্ন পদক্ষেপ নিয়ে ঘুরে দাঁড়াতে শুরু করেছে দক্ষিণ এশিয়ার এই দ্বীপ রাষ্ট্র।
এই পরিস্থিতিতে অর্থনীতি চাঙা করতে থাইল্যান্ডের সাথে মুক্তবাণিজ্য চুক্তি (FTA) করেছে শ্রীলঙ্কা। এই পদক্ষেপের মাধ্যমে অর্থনৈতিক সংকট কাটাতে পারবে বলে আশা করছে কলম্বো।
শ্রীলঙ্কার প্রেসিডেন্টের মিডিয়া অফিসের এক বিবৃতিতে জানা গেছে, চুক্তিতে পণ্যের বাণিজ্য, বিনিয়োগ, শুল্ক প্রক্রিয়া এবং বুদ্ধিবৃত্তিক সম্পত্তি বিষয়গুলোকে গুরুত্ব দেওয়া হয়েছে। এছাড়াও বাজার ব্যবস্থায় সুযোগ বৃদ্ধি করাও এই পদক্ষেপের অন্যতম লক্ষ্য।
থাই প্রধানমন্ত্রী স্রেথা থাভিসিনের নেতৃত্বে একটি প্রতিনিধি দল অন্যান্য চুক্তিসহ FTA স্বাক্ষর করার জন্য শনিবার কলম্বো পৌঁছেছেন। রবিবার (4 ফেব্রুয়ারি) শ্রীলঙ্কার 76তম স্বাধীনতা দিবসের অনুষ্ঠানেও যোগ দেবেন স্রেথা।
এই চুক্তির মাধ্যমে দুই দেশের মধ্যে বাণিজ্য ও বিনিয়োগ বৃদ্ধি পাবে বলে আশা করা হচ্ছে। এটি শ্রীলঙ্কার অর্থনীতি পুনরুদ্ধারে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলে মনে করা হচ্ছে।
মন্তব্য করার জন্য লগইন করুন!