বাংলাদেশের বৃহত্তম গ্যাস বিতরণকারী প্রতিষ্ঠান তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড (তিতাস) পূর্বঘোষণা ছাড়াই তাদের প্রিপেইড গ্যাস মিটার ভাড়া দ্বিগুণ করেছে। জানুয়ারি মাস থেকে প্রতিটি মিটার ভাড়া ১০০ টাকা থেকে বাড়িয়ে ২০০ টাকা করা হয়েছে।
এ ঘটনায় ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছেন গ্রাহকরা। তারা বলছেন, মূল্যস্ফীতির এই সময়ে দ্রব্যমূল্যে ঊর্ধ্বগতির বাজারে মিটার ভাড়া বাবদ বাড়তি অর্থ কেটে নেওয়ায় তারা ক্ষতিগ্রস্ত হচ্ছেন। বিশেষ করে নিম্ন আয়ের মানুষদের জন্য এই বাড়তি খরচ মেটানো কঠিন হবে।
তিতাসের এই সিদ্ধান্তের পর বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি) তদন্ত শুরু করেছে। বিইআরসির সদস্য ড. মো. হেলাল উদ্দিন বলেন, তিতাস মিটার ভাড়া বাড়িয়েছে কিনা এর সত্যতা আমাদের জানা নেই। আমাদের সঙ্গে তিতাসের কোনো ফাংশনাল সম্পর্ক নেই। বিইআরসি শুধু একটি নিয়ন্ত্রণকারী সংস্থা।
কনজ্যুমার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ক্যাব) জ্বালানি উপদেষ্টা অধ্যাপক ড. এম শামসুল আলম বলেন, গ্যাসের বিলের মধ্যেই মিটার চার্জ সমন্বয় করে নেওয়ার কথা। কিন্তু তিতাস গ্যাস কর্তৃপক্ষ আলাদাভাবে মিটার চার্জ নিচ্ছে। এটা নেওয়ার এখতিয়ার তাদের নেই। বিল বাড়ানোর কোনো এখতিয়ারও তিতাসের নেই।
মন্তব্য করার জন্য লগইন করুন!