ঢাকার মিরপুরে নারী উদ্যোক্তাদের জন্য আইপিডিসি ফাইন্যান্স-এর লোন সেবা ‘জয়ী’কে কেন্দ্র করে বিশেষায়িত উপশাখা ‘জয়ী ৩৬০’ উদ্বোধন করেছে প্রতিষ্ঠানটি। দেশের অর্থনৈতিক উন্নয়নে নারী উদ্যোক্তাদের অবদানকে বেগবান করতে ও তাদের সম্ভাবনাময় আগামীর সঙ্গী হতে এই উপশাখাটির কার্যক্রম শুরু করেছে আইপিডিসি।
নারী উদ্যোক্তাদের জন্য এক স্টপ সমাধান, ঋণ প্রাপ্তি ও ব্যবসায়িক দক্ষতা বৃদ্ধির সুযোগ,নেটওয়ার্কিং ও সহযোগিতার মাধ্যমে ব্যবসায়িক প্রসারের সুযোগ, নারীদের আর্থিক ক্ষমতায়ন ও অর্থনৈতিক উন্নয়নে অবদান
‘জয়ী ৩৬০’ নারী উদ্যোক্তাদের জন্য কেবল একটি লোন সেবা নয়, বরং তাদের ব্যবসায়িক যাত্রায় সঙ্গী হতে প্রতিশ্রুতিবদ্ধ। এই উপশাখা নারীদের আর্থিক ক্ষমতায়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে এবং দেশের অর্থনৈতিক উন্নয়নে তাদের অবদানকে আরও বৃদ্ধি করবে বলে আশা করা যায়।
মন্তব্য করার জন্য লগইন করুন!